You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সূত্র তারিখ
বিচারপতি চৌধুরীর প্রতিবৃটিশ লেবার পার্টির চিঠি অ্যাকশন কমিটির দলিলপত্র ২৯সেপ্টেম্বর, ১৯৭১

দ্যা লেবার পার্টি
ট্রান্সপোর্ট হাউজ স্মিথ স্কয়ার লন্ডন এসডাব্লিউ১
টেলিফোন: ০১-৮৩৪৯৪৩৪
টেলিগ্রাম: ল্যাব্রেপকমসো ওয়েস্ট লন্ডন
সাধারণ সম্পাদক: এইচ আর নিকোলাস ওবে
অবৈতনিক কোষাধ্যক্ষ: অবসরপ্রাপ্ত এল জে ক্যালাহ্যান এমপি
সহকারী সাধারণ সম্পাদক: জে জি মরগ্যান
রাষ্ট্রীয় প্রতিনিধি: আর জি হেওয়ার্ড

টিআর/ইই
বিচারপতি জনাব চৌধুরী ২৯ সেপ্টেম্বর, ১৯৭১
বাংলাদেশ অফিস
১১ গোরিং স্ট্রীট, লন্ডন, ইসিথ্রি

বৃটিশ ওভারসীজ সোশ্যালিস্ট ফেলোশিপ

সম্মানিত সুধী,
এ বার্তার উদ্দেশ্য, বৃটিশ ওভারসীজ সোশ্যালিস্ট ফেলোশিপ এবং জনাব পিটার শোর দ্বারা যৌথভাবে আয়োজিত ৫ই অক্টোবর মঙ্গলবার বিকাল ৫.১৫-এ ব্রাইটন লেবার ক্লাব, লেউইস রোড, ব্রাইটন-এ বাংলাদেশ বিষয়ক সভায় বক্তব্য রাখতে এ সংগঠনের ভাইস-চেয়ারম্যান জনাব দালজিত সেহবাই-এর সাথে টেলিফোনে আপনার দেয়া সমাধানটি নিশ্চিত করা। আমি বুঝতে পারছি যে, আপনি লেবার পার্টি সম্মেলন পর্যবেক্ষণ করতে আগ্রহী এবং আপনার থাকার ব্যবস্থা করা হয়েছে ৩, ৪ ও ৫ অক্টোবর তিন রাতের জন্য বেডফোর্ড হোটেল, কিংস রোড, ব্রাইটন-এ।
বৃটিশ ওভারসীজ সোশ্যালিস্ট ফেলোশিপ প্রতিষ্ঠিত হয় লেবার পার্টি- এর জাতীয় নির্বাহী কমিটির মাধ্যমে, লেবার পার্টির সদস্যবৃন্দ এবং বৃটেনে অধিবাসী কমিউনিটিগুলোর মধ্যে সম্পর্ক দৃঢ়তর করার প্রাথমিক উদ্দেশ্য নিয়ে, যা বর্তমানে লেবার পার্টি সদস্যদের বৈদেশিক বিষয়াদি সম্পর্কিত বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করায় বিশেষভাবে গুরুত্বারোপ করছে। এই ফেলোশিপের চেয়ারম্যান হলেন জাতীয় নির্বাহী কমিটি এবং শ্রমিক সরকারের একজন সদস্য মিস জোয়ানলেস্টর, এমপি।
আমি আপনার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে মঙ্গলবার ব্রাইটনে থাকবো।

আপনার বিশ্বস্ত
টম রিডাউট
সম্পাদক
 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!