শিরোনাম | সূত্র | তারিখ |
সাউথল বাংলাদেশ সংগ্রাম পরিষদের সভার প্রস্তাব ও গঠিত কমিটির বিবরণ | এ্যাকশন কমিটির দলিলপত্র | ১১ সেপ্টেম্বর,১৯৭১ |
প্রথম অধিবেশন
সাউথল
সময়-বিকাল ৪টা
তারিখ-১১।৯।৭১ ইং
অদ্য বিকাল ৪ ঘটিকার সময় গ্রেটার লন্ডনস্থ সাউথলে স্থানীয় বাঙালিদের উদ্যোগে এক সাধারণ সভা আহূত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সাউথল বাংলাদেশ সংগ্রাম পরিষদ গঠন করা হয়।
প্রকাশ থাকে যে, উক্ত সংগ্রাম পরিষদ বাংলাদেশের মুক্তিসংগ্রামকে জয়যুক্ত করিবার জন্য যাবতীয় দায়িত্বপূর্ণ কাজ করিতে প্রতিজ্ঞাবদ্ধ হইলেন।
উক্ত সংগ্রাম পরিষদ সর্বদাই গ্রেট বৃটেনস্থ বাংলাদেশ সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি এবং বাংলাদেশ মিশনের সংগে যোগাযোগ সহকারে কাজ করিবেন বলিয়াও প্রস্তাব গৃহীত হয়।
সাউথল বাংলাদেশ সংগ্রাম পরিষদ
ওয়ার্কিং কমিটি
১।মিঃ আব্দুসসালাম চৌধুরী চেয়ারম্যান
২। ” আকবর আলী ভাইস চেয়ারম্যান
৩। ” সাদিক আলী ঐ
৪। ” এম,ইউ, আহসান সেক্রেটারি
৫। ” গজনফর আলী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি
৬। ” চাঁন মিয়া ঐ
৭। ” সাজ্জাদুর রহমান ট্রেজারার
৮। ” প্রতাব আলী অ্যাসিট্যান্ট ট্রেজারার
৯। ” নূর হোসেন অরগানাইজিং সেক্রেটারি
১০। ” আবুল হোসেন অ্যাসিস্ট্যান্ট অরগানাইজিং সেক্রেটারি ১১। ” আব্দুল আউয়াল ঐ
সাধারণ সদস্যগণ
১।মিঃসাহিদআলী
২।” সূর্যলালবেঘী
৩। ” এম, বকসচৌধুরী
৪। ” তাহিরউল্যা
৫।মিঃমাহমুদআলী
৬। ”আরজুমিয়া
৭। ” মোহনলাল
৮। ” মতিলাল
৯। মিঃ আনা ১৬।মিঃ আব্দুল বারী
১০। ” মকবুল আলী ১৭। ” আব্দুল খালেক
১১। ” বি, এস, হাওলাদার ১৮। ” আব্দুল হান্নান
১২। ” গোলাম মর্ত্তুজা ১৯। ” আব্দুর রকিব
১৩। ” জৈন উল্যা ২০। ” আব্দুল মতিন
১৪। ” ওয়ারিশ উল্যা ২১। ” হাজী আফতাব আলী
১৫। ” তৈয়াব আলী ২২। ” কনু মিয়া
এম. ইউ. আহসান
১১-৯-৭১
সেক্রেটারী
বাংলাদেশ সংগ্রাম পরিষদ
সাউথল, মিডলসেক্স