You dont have javascript enabled! Please enable it! 1971.08.31 | স্টিয়ারিং কমিটির ব্যাংক একাউন্ট খোলার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আহ্বায়কের প্রতি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সম্পাদকের চিঠি | একশন কমিটির দলিলপত্র - সংগ্রামের নোটবুক
     শিরোনাম        সূত্র       তারিখ
স্টিয়ারিং কমিটির ব্যাংক একাউন্ট খোলার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আহ্বায়কের প্রতি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সম্পাদকের চিঠি এ্যাকশন কমিটির দলিলপত্র ৩১ আগষ্ট, ১৯৭১

এটিএমজেডসি/এনইসি ৩১শে আগস্ট, ১৯৭১
এ. এইচ. ভুঁইয়া, আইনজীবী
আহ্বায়ক,
অ্যাকশন কমিটির পরিচালনা কমিটি,
যুক্তরাজ্যস্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,
১১, গোরিং স্ট্রিট
লন্ডন, ই. সি. ৩.
জনাব ভুঁইয়া,
১৯শে আগস্ট, ১৯৭১ -এ আপনার পত্রের জন্য ধন্যবাদ। বাংলাদেশ ফান্ডের জন্য হ্যামব্রস ব্যাংক লিমিটেড-এ ডিপোজিট অ্যাকাউন্ট ছাড়াও ন্যাশনাল ওয়েস্টমিনিস্টার ব্যাংক লিমিটেড-এও নতুন অ্যাকাউন্ট খুলেছেন বলে ধারণা করছি। এ ধরণের একটি অ্যাকাউন্ট খোলার জন্য, ন্যাশনাল ওয়েস্টমিনিস্টার ব্যাংকে যে কপিটি ফরওয়ার্ড করা হয়েছে তার একটি বিকল্প কপি আমার প্রয়োজন। তাছাড়াও, আমি জানতে চাই, এটি বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত কিনা, অথবা এটি আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত কিনা। সকল ট্রাস্টিগণের এ ধরণের অ্যাকাউন্ট সম্পর্কেও জানতে চাই। সম্প্রতি পর্যবেক্ষণ করেছি যে, আহ্বায়ক কমিটির অন্যান্য ব্যাংকে নিজস্ব একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং আমি সে অ্যাকাউন্টের বিস্তারিত জানতে চাই এবং যে সকল অনুবন্ধ ও স্বাক্ষর জমা দেয়া হয়েছে, সে বিষয়েও জানতে আগ্রহী। এইসূত্রে, আমি উল্লেখ করতে পারি যে, জনাব আবু সাঈদ চৌধুরী, বিশেষ প্রতিনিধি এবং যুক্তরাজ্যস্থ বাংলাদেশের হাই কমিশনার-এর সভাপতিত্বে, ১১, গোরিং স্ট্রীট, ৮ই মে, ১৯৭১, বিভিন্ন কমিটির মিটিংয়ে উল্লেখিত যে, আহ্বায়ক কমিটির ব্যাংক অ্যাকাউন্ট অনুমোদিত নয়।
এ অ্যাকাউন্টের সাথে সম্পর্কযুক্ত বিস্তারিত সবকিছুই জানতে চাই।
আপনার উত্তরপ্রার্থী।
আন্তরিকভাবে অনুগত,
এ. টি. এম. জাফারুল্লাহ চৌধুরী
সাধারণ সম্পাদক,
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন।
সি. সি. জনাব আবু সাঈদ চৌধুরী,
যুক্তরাজ্যস্থ বাংলাদেশের বিশেষ প্রতিনিধি ও হাই কমিশনার।