You dont have javascript enabled! Please enable it! 1971.08.24 | ২৪শে আগস্ট অনুষ্ঠিত কনভেনশন কমিটির সভার কারযবিবরণী ও প্রস্তাবসমূহ | একশন কমিটির দলিলপত্র - সংগ্রামের নোটবুক
     শিরোনাম        সূত্র       তারিখ
২৪শে আগস্ট অনুষ্ঠিত কনভেনশন কমিটির সভার কারযবিবরণী ও প্রস্তাবসমূহ এ্যাকশন কমিটির দলিলপত্র ২৪ আগস্ট, ১৯৭১

অধিবেশন কমিটির দ্বিতীয় মিটিং অনুষ্ঠিত হয় ২৪শে আগস্ট, ১৯৭১ গোরিং স্ট্রিটে।
জনাব গাউস খানের পৃষ্ঠপোষকতায় যেদিন খসড়া সংবিধান নিয়ে আলোচনা করা হয়েছিলো, সেদিন আলোচনায় উপস্থিত ছিলেন জনাব এন ইসলাম এবং অন্য একজন আইনজীবী। এ দু’জন আইনী উপদেষ্টা ভোটাধিকার ছাড়াই সংবিধানিক আলোচনায় অংশ নিতে পেরেছিলেন।
এবং এও একমত যে, সংবিধানের খসড়া কপি মের্সাস. এ মতিন, এ এইচ ভুঁইয়া, এ এম তরফদার এবং গাউস খান জমা দিয়েছিলেন এবং তাঁদের বিবেচনায় অধিবেশন কমিটির সদস্যদের মধ্যে তা প্রচারিত হয়েছিল।
ইহা একমত যে, খসড়া সংবিধান আলোচনাটি অনুষ্ঠিত হয়েছিলো সোমবার, ৩০শে আগস্ট, ১৯৭১ বিকেল ৩ টায়, গোরিং স্ট্রিট, লন্ডন ই. সি. ৩-তে।
(স্বাক্ষরিত)
এ. এইচ. ভুঁইয়া
এ. মতিন
শেখ আব্দুল মান্নান
আরব আলী
এ. তরফদার