You dont have javascript enabled! Please enable it! 1971.08.08 | শেখ মুজিবুর রহমানের বিচারের প্রতিবাদে যুক্তরাজ্যস্থ বাংলাদেশ এ্যাকশন কমিটির প্রচারপত্র | এ্যাকশন কমিটির দলিলপত্র - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
শেখ মুজিবুর রহমানের বিচারের প্রতিবাদে যুক্তরাজ্যস্থ বাংলাদেশ এ্যাকশন কমিটির প্রচারপত্র এ্যাকশন কমিটির দলিলপত্র ৮ আগস্ট, ১৯৭১

যুক্তরাজ্যস্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আকশন কমিটি
১১ গোরিং স্ট্রীট, লন্ডন, ই. সি. ৩
যুক্তরাজ্যে বসবাসরত এক লক্ষ বাঙালি সম্প্রদায় গভীর বেদনা এবং অভিঘাত সহকারে সংবাদটি গ্রহণ করেছে যে ইয়াহিয়া খান পরিশেষে সাড়ে ৭ কোটি বাংলাদেশী জনগণের গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ১১ই আগস্টে একটি ষড়যন্ত্র মামলা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
গণতান্ত্রিক অধিকার এবং মানবিক মূল্যবোধকে ইয়াহিয়া খান কর্তৃক দশ লক্ষ মানুষের হত্যা, আশি লক্ষ মানুষকে তাদের দেশ থেকে তাড়ানো, তিন কোটি মানুষ কে সর্বস্বান্ত করা এবং বাংলাদেশের সাড়ে সাত কোটি জনগণকে আতংকিত করার অপরাধ সম্পর্কে অবগত করার প্রয়োজন নেই বলেই জণগন মনে করছে। তিনি এখন আন্তর্জাতিক মতামতকে অবজ্ঞা করে মামলা চালিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আমরা সাধারণ বিশ্বমত এবং বিশেষ করে ব্রিটিশ সর্বসাধারণের কাছে ঘটনাটির উত্থানের দাবি করছি এবং তাদের স্ব স্ব সরকারের কাছে ইয়াহিয়া খানকে এই ক্ষতিকর এবং বিপদজনক আইন বন্ধ করে শেখ মুজিবর রহমানকে অবিলম্বে ও নিঃশর্তভাবে মুক্তি দিতে অনুরোধ করছি।