শিরোনাম | সূত্র | তারিখ |
“আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি” বাংলাদেশের জাতীয় সংগীতের প্রচারপত্র | বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ, যুক্তরাজ্য | মে, ১৯৭১ |
বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ-গ্রেট বৃটেন
৩৫ গ্যামেজ বিল্ডিং
১২০ হলবরন, লন্ডন ইসিআই
ফোন-০১-৪০৫-৫৯১৭
___________________
জাতীয় সংগীত
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি।।
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে- ও মা, অঘ্রাণে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি।।
কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো-
কী আঁচল বিছায়েছ বতের মূলে, নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,
মরি হায়, হায় রে-
মা, তোর বদনখানি মলিন হলে আমি নয়নজলে ভাসি।।
তোমার এই খেলাঘরে শিশুকাল কাটিল রে,
তোমারি ধূলামাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি।
তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কী দীপ জ্বালিস ঘরে,
মরি হায়, হায় রে-
তখন খেলাধুলা সকল ফেলে তোমার কোলে ছুটে আসি।।
বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক প্রকাশিত ও প্রচারিত।