You dont have javascript enabled! Please enable it! 1971.12.15 | ভারতীয় প্রশাসনের সাথে আলোচনা সম্পর্কিত অস্থায়ী মহাসচিবের সার্কুলার | বাংলাদেশ সরকার, ভারপ্রাপ্ত মহাসচিবের দপ্তর - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
ভারতীয় প্রশাসনের সাথে আলোচনা সম্পর্কিত অস্থায়ী মহাসচিবের সার্কুলার বাংলাদেশ সরকার, ভারপ্রাপ্ত মহাসচিবের দপ্তর ১৫ ডিসেম্বর, ১৯৭১

 
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিজ্ঞপ্তি
১৫ ডিসেম্বর, ১৯৭১

সকল বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার সচিবগণকে আমাকে সে সকল কর্মকর্তাদের নাম ও উপাধি পাঠানোর জন্য অনুরোধ করা হলো যারা তাদের অধীনে ভারত সরকারের সঙ্গে আলোচনার জন্য প্রেরণ করা হবে। গুরুত্বের ভিত্তিতে সংশ্লিষ্ট বিষয়সমূহের সংক্ষিপ্ত বিবরণসহ তালিকা আমার সাথে যোগাযোগ করে ঠিক করার জন্য অনুরোধ করা হল।
(আর কুদ্দুস)
ভারপ্রাপ্ত মহাসচিব.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
১৫/১২/১৯৭১

নং ৪৫৪ (৯)/ …………..:
১। প্রতিরক্ষা সচিব
২। পররাষ্ট্র সচিব
৩। অর্থসচিব
৪। মন্ত্রিপরিষদ সচিব,
৫। সচিব, GA, ডিপার্টমেন্ট.
৬। স্বরাষ্ট্র সচিব,
৭। স্বাস্থ্য সচিব,
৮। তথ্য ও সম্প্রচার সচিব,
৯। কৃষি সচিব