শিরোনাম | সূত্র | তারিখ |
দখলীকৃত বাংলাদেশে কর্মরত সরকারী কর্মচারীদের প্রতি বাংলাদেশ সরকারের নীতিমালা প্রচারের জন্য তথ্য সচিবকে লিখিত কেবিনেট সচিবের একটি চিঠি | বাংলাদেশ সরকার, কেবিনেট ডিভিশন | ১১ ডিসেম্বর, ১৯৭১ |
অবিলম্বে কার্যকর
বাংলাদেশ মন্ত্রীপরিষদ সচিবালয়
মেমো নং : ক্যাব/৪৪৬
তারিখ : ১১ ডিসেম্বর ১৯৭১
প্রতি
জনাব আনোয়ারুল হক খান
সচিব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
গত ১০ ডিসেম্বর ১৯৭১, রোজ শুক্রবারে অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ বিভাগের বৈঠকে নিম্নোলিখিত সিদ্ধান্ত সমূহ গ্রহণ করা হয়েছে, যা যত দ্রুত ও সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনার প্রচার মাধ্যমে প্রকাশ করা প্রয়োজন।
সরকার এই বিষয়ে সচেতন আছে যে, যারা চাপ বা হুমকির মুখে নিজের চাকরিতে অব্যহতি দেননি তাদেরকে কোনও শাস্তির বা আইনের মুখোমুখি করা হবে না।
সকল সরকারি চাকরিজীবী যারা শত্রু শিবিরে কাজ না করার লক্ষ্যে চাকরি ছেড়ে দিয়ে দেশেই অবস্থান করছে, মুক্তাঞ্চলে সরকারি কর্মতৎপরতা চালু রাখতে বাংলাদেশ সরকার তাদেরকে স্ব স্ব পদে বহাল রাখবে। এবং তাদেরকে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় কোনও কর্মকর্তার যে পদ থাকবে যুদ্ধের পর পরবর্তি নির্দেশ না আসা পর্যন্ত তাকে তার পদে কাজ করার জন্য বলা হচ্ছে। যদি বাংলাদেশ সরকারের নির্দেশনায় বিশেষ কোনও পদে পদায়ন করা হয় তাকেও পরবর্তি নির্দেশ না পাওয়া পর্যন্ত একই দায়িত্ব পালন করতে বলা হচ্ছে।
যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারি নিজের পদ ছেড়ে প্রতিবেশী দেশে আশ্রয় গ্রহণ করেছে তাদেরকে ২৫ মার্চ ১৯৭১ এর আগের পদে ফিরে যেতে বলা হয়েছে, যদি না সরকার তাঁকে অন্য কোন উদ্দেশ্যে সেখানে থাকার পরামর্শ দিয়ে থাকে। পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে।
(এইচ টি ইমাম)
মন্ত্রীপরিষদ সচিব
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ক্রমিক ৪৪৬(৫)/ক্যাব
উপযুক্ত কার্যক্রমের জন্য প্রতিলিপি দেয়া হইলো :
১. ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
২. চেয়ারম্যান, বেসামরিক প্রশাসন সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
৩. পুলিশ মহা পরিদর্শক
৪. অর্থ সচিব
৫. সচিব. সাধারণ প্রশাসন শাখা