You dont have javascript enabled! Please enable it!

জীবনচিত্র    নামঃ ডা. জিকরুল হক

Dr. Zikrul Huq

পিতার নামঃ ডা. শেখ জেয়ারৎ উল্লাহ আহম্মদ

পিতার পেশাঃ চিকিৎসা

মাতার নামঃ খমিউননেছা চৌধুরানী

ভাইবোনের সংখ্যাঃ পাঁচ ভাই ও এক বোন; নিজক্ৰম-তৃতীয়

ধৰ্মঃ ইসলাম

স্থায়ী ঠিকানাঃ নতুন বাবুপাড়া, ওয়ার্ড নং-১১, সৈয়দপুর

পৌরসভা, ডাকঘর/উপজেলা-সৈয়দপুর,  জেলা-নীলফামারী

শহীদ ডা. জিকরুল হক

নিহত হওয়ার সময় ঠিকানাঃ বাড়ি-নতুন বাবুপাড়া, ওয়ার্ড নং-১১, সৈয়দপুর পৌরসভা, ডাকঘর, উপজেলা-সৈয়দপুর, জেলা-নীলফামারী

জন্মঃ ১ সেপ্টেম্বর, ১৯১৪

শিক্ষাগত যোগ্যতাঃ

ম্যাট্রিকঃ দ্বিতীয় বিভাগ, ১৯৩৩, সৈয়দপুর উচ্চ ইংরেজি বিদ্যালয়

এল.এম.এফঃ ১৯৩৯, ক্যাম্বেল মেডিকেল স্কুল, কলকাতা

শখঃ নাট্যামোদী, ১৯১১ সালে প্রতিষ্ঠিত সৈয়দপুর ‘শিল্প সাহিত্য সংসদে’র সাধারণ সম্পাদক হিসেবে ১৯৪৭ হতে আমৃত্যু দায়িত্ব পালন।

রাজনৈতিক সম্পৃক্ততাঃ

মুসলীম ছাত্র ফেডারেশন, ১৯৩০-৪০

মুসলীম লীগঃ ১৯৪০-১৯৫১, থানা পর্যায়ে সম্পাদক, সভাপতি এবং জেলা পর্যায়ে সহ-সভাপতি

আওয়ামী লীগঃ ১৯৫৪ হতে আমৃত্যু, নীলফামারী মহকুমা সম্পাদক এবং থানা সভাপতি

পূর্ববঙ্গ পরিষদঃ ১৯৫৪-এর নির্বাচন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত(পরপরই আওয়ামী লীগে যোগদান)

সৈয়দপুর পৌরসভাঃ ১৯৫৮, প্রথম নির্বাচিত চেয়ারম্যান

পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদঃ ১৯৭০-এর নির্বাচন, সংসদ সদস্য

চাকরির বর্ণনাঃ

অবৈতনিক মেডিকেল অফিসারঃ দারওয়ারি হাসপাতাল, হাজারীহাট দাতব্য চিকিৎসালয়, সৈয়দপুর, ৬ মাস

অবৈতনিক মেডিকেল অফিসারঃ শাহ আব্দুল গফুর চেরিট্যাবল ডিসপেনসারী, ডাঙ্গারহাট, দিনাজপুর, ৬ মাস

হত্যাকারীর পরিচয়ঃ পাকিস্তানি সেনাবাহিনী, রংপুর ক্যান্টনমেন্ট

নিহত হওয়ার তারিখঃ ১২ এপ্রিল, ১৯৭১

স্মৃতিফলক/স্মৃতিসৌধঃ নিসেবতগঞ্জ স্মৃতিসৌধ, রংপুর ক্যান্টনমেন্ট এলাকার পার্শ্বে স্মৃতিসৌধে খচিত নাম; শহীদ ডা. জিকরুল হক রোড়, সৈয়দপুর সদর, নীলফামারী।

মুক্তিযুদ্ধে শহীদ হিসেবে সাহায্য/দান/পুরস্কারঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ২০০১ সালে স্বাধীনতা পুরস্কার; স্বর্ণপদক ও সম্মাননাপত্র

স্ত্রীর নামঃ আজিজা খাতুন

বিয়েঃ ১৯৩৮

সন্তান-সন্ততিঃ নয় পুত্র ও তিন কন্যা

আলহাজ মোঃ বখতিয়ার কবিরঃ বি কম, ২৫-০৩-৭১ পর্যন্ত হাবিব ব্যাংকের ম্যানেজার, স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ। সাবেক চেয়ারম্যান, সৈয়দপুর পৌরসভা। বর্তমান-ব্যবসায়ী

মো. এনামুল হকঃ বিএসসি, ১ম বর্ষ এমবিবিএস, ব্যবসায়ী

জেবুন নাহারঃ বিএ, গৃহিণী

মো. মাহবুবুল হকঃ ম্যাট্রিক; ২য় বর্ষ ডিপ্লোমা, ব্যবসায়ী

মো. জিয়াউল হকঃ আই এস সি, ব্যবসায়ী

মো. অদুদুল হকঃ আই এস সি, ব্যবসায়ী

মো. মোনায়মুল হকঃ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সিনিয়র সাব-এসি. ইঞ্জিনিয়ার, বাংলাদেশ রেলওয়ে

মো. মুজিবুল হকঃ বিকম, ব্যবসায়ী

মো. মাহফুজুল হকঃ বিএ, ব্যবসায়ী

মো. মাহমুদুল হকঃ বিকম, বেসরকারি চাকরি, ঢাকা

মুক্তিযুদ্ধে শহীদ নিকটাত্মীয়ঃ

মো. জহুরুল হক (বড় ভাই)

মো. আমিনুল হক গোলো (ছোট ভাই)

মো. কুদরত-ই-এলাহী (বড় ভাইয়ের ছেলে)

মো. আশরাফ আলী (চাচাত ভাই)

ডা. শাহ আব্দুল আজিজ (ভাগিনী জামাই)

মো. আজিজুল হক(ভাগিনা)

মো. মোবারক আলী(ভাতিজী জামাই)

 

তথ্য প্রদানকারী

আলহাজ মো. বখতিয়ার কবির

শহীদ চিকিৎসকের বড় ছেলে

নতুন বাবুপাড়া, শহীদ আমিনুল হক

সড়ক, সৈয়দপুর, নীলফামারী

মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসক জীবনকোষ   ১৫৭

আমার বাবা

শহীদ ডা. জিকরুল হক

আলহাজ মো. বখতিয়ার কবির

 

শহীদ ডা. জিকরুল হক ১৯১৪ সালের ১ সেপ্টেম্বর রংপুর জেলার সৈয়দপুর শহরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম ডা. শেখ জেয়ারতউল্লাহ আহম্মদ ও মাতা মরহুমা খমিউননেছা চৌধুরানী তৎকালীন সৈয়দপুর শহরে বাঙালি মুসলমান বসতি স্থাপনে অগ্রণী ভূমিকা রাখেন।

ডা. জিকরুল হক ছাত্রজীবনে মুসলিম ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি সৈয়দপুর উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন। ১৯৩৩ সালে কলকাতা ক্যাম্বেল মেডিকেল স্কুলে পড়ার সময় মরহুম এ কে ফজলুল হক ও মরহুম হোসেন শহীদ সোহরাওয়াদী সাহেবদের সাহচর্যে আসেন এবং দেশ বিভাগের পরও তাঁদের সাথে ঘনিষ্ঠতা বজায় রেখে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন।

১৯৩৯ সালে এলএমএফ ডাক্তার হিসেবে প্রথম জীবনে সৈয়দপুর থানার হাজারীহাট দাতব্য চিকিৎসালয় ও পরে দিনাজপুর জেলার চিরির বন্দর থানার ডাঙ্গারহাট ‘শাহ আব্দুল গফুর দাতব্য চিকিৎসালয়ে’ অবৈতনিক মেডিকেল অফিসার হিসেবে জনগণের সেবায় নিয়োজিত ছিলেন। পরবর্তীকালে ১৮৮৮ সালে তার বাবার প্রতিষ্ঠিত ‘জেয়ারতউল্লাহ মেডিকেল হলে’র হাল ধরেন। তিনি একজন সুচিকিৎসক হিসেবে সে এলাকায় পরিচিত ছিলেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বা সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনেও সমানভাবে অংশগ্রহণ করতেন। একজন ধর্মভীরু ব্যক্তি হিসেবেও এলাকায় তিনি সমাদৃত ছিলেন।

সৈয়দপুর উচ্চ ইংরেজি বিদ্যালয় পরিচালনা কমিটিতে ১৯৪৫ সাল হতে মৃত্যুর পূর্ব পর্যন্ত সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ১৯৫১ সালে স্কুলের মাঠ সংলগ্ন খালি জায়গায় তৎকালীন পাকিস্তান সরকার একটি উর্দু হাই স্কুল প্রতিষ্ঠার জন্য মরিয়া হয়ে ওঠে। ইট, লোহার রড জোগাড় এমনকি বুনিয়াদ পর্যন্ত খুঁড়ে ছিল। স্কুলের সম্পাদক হিসেবে ডা. জিকরুল হক স্থানীয় জনগণকে সংগঠিত করে ঐ কাজে বাধা দেন। এক পর্যায় আন্দোলনের অংশ হিসেবে নিতাপ্রয়োজনীয় জিনিসের সরবরাহ গ্রাম থেকে আসা বন্ধ করে দিয়েছিলেনউর্দু স্কুল আর প্রতিষ্ঠিত হয়নি; এজন্য তাকে দীর্ঘদিন গ্রেফতারি পরোয়ানা

 

১৫৮ মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসক জীবনকোষ

শহীদ ডা. জিকরুল হক

 

প্রাসঙ্গিক উল্লেখযোগ্য তথ্যসূত্রঃ

 

ক. মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী তালিকা; তথ্য ও বেতার মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; প্রকাশকালঃ ১৬ ডিসেম্বর ১৯৭২।

খ. মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসক তালিকা; বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) কার্যালয় বিএমএ ভবনে(তোপখানা রোড, ঢাকা) শোভিত স্মৃতিফলকে উৎকীর্ণ। (পরিশিষ্ট দ্রষ্টব্য)

গ. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, দলিলপত্র; সম্পাদনাঃ হাসান হাফিজুর রহমান; প্রকাশনাঃ তথ্য মন্ত্রণালয়, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; প্রকাশকালঃ আষাঢ় ১৩৯১; জুন ১৯৮৪; ৮ম খণ্ড; পৃ. ১৬৭-১৭১, ৭০৭।

ঘ. শহীদ বুদ্ধিজীবী স্মারক ডাকটিকিট; প্রকাশনাঃ বাংলাদেশ ডাক বিভাগ; ৫ম পর্যায়; ১৯৯৬(পরিশিষ্ট দ্রষ্টব্য)

ঙ. স্মৃতি ১৯৭১; সম্পাদনাঃ রশীদ হায়দার; প্রকাশনাঃ বাংলা একাডেমী; ১ম খণ্ড, ২য় পুনর্মুদ্রণ, প্রকাশকালঃ অগ্রহায়ণ ১৪০৬, ডিসেম্বর ১৯৯৯; পৃ. ৯০

চ. মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসক স্মৃতিকথা; সম্পাদনাঃ প্রকৌশলী ইফতিখার কাজল; প্রকাশনাঃ রক্তঋণ; প্রকাশকালঃ ফেব্রুয়ারি ১৯৯২; পৃ. ৪ ।

ছ. চারিতাভিধান; সম্পাদনাঃ সেলিনা হোসেন ও নূরুল ইসলাম; প্রকাশনাঃ বাংলা একাডেমী; ২য় সংস্করণ; প্রকাশকালঃ মাঘ ১৪০৩, ফেব্রুয়ারি ১৯৯৭; পৃ.১৭৪।

জ.  শহীদ বুদ্ধিজীবী কোষগ্রন্থ; সম্পাদনাঃ রশীদ হায়দার, প্রকাশনাঃ বাংলা একাডেমী, প্রকাশকালঃ আগ্রহায়ণ ১৩৯২, ১৪ ডিসেম্বর ১৯৮৫; পৃ. ৫১

ঝ. দৈনিক সংবাদ বিশেষ সংগ্রাহক সংখ্যা-৩, যেসব হত্যার বিচার হয়নি; পরিকল্পনায়ঃ অধ্যাপক মুনতাসীর মামুন। প্রকাশকালঃ সোমবার ১৪ ডিসেম্বর, ১৯৯৮; পৃ. ৩১, ৩৫।

ঞ.  রংপুর জেলার ইতিহাসঃ প্রকাশনাঃ জেলা প্রশাসন, রংপুর; প্রকাশকালঃ ৩০ জুন ২০০০; পৃ. ২৩৫-২৩৬।

ট.  মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস; সম্পাদনাঃ আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন; প্রকাশনাঃ সাহিত্য প্রকাশ; প্রথম খন্ড।

 

মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসক জীবনকোষ   ১৬১

Reference:  মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসক জীবনকোষ – বায়জীদ খুরশীদ রিয়াজ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!