শিরোনাম | সুত্র | তারিখ |
লন্ডনে ট্রাফালগার স্কয়ারে বাংলাদেশের সমর্থনে জনসভা অনুষ্ঠানের অনুমতি চেয়ে আবেদন | বাংলাদেশ অ্যাকশন কমিটির সম্পাদকের চিঠি | ১৭ এপ্রিল, ১৯৭১ |
সচিব জনাব এম এ এইচ ভূঁইয়া
পরিবেশ মন্ত্রণালয় সচিব
বাংলাদেশ অ্যাকশন কমিটি
৫২, ওয়ার্ডসয়ার্থ রোড
স্মল হিথ
বার্মিংহাম– ১০
টেলিঃ ০২১-৭৭৩-১৪৫৬
জনাবা,
এতদ্বারা বাংলাদেশ সমর্থকদের জন্য ট্রাফালগার স্কয়ারে রবিবার, ১৮ এপ্রিল, ১৯৭১ দুপুর ২ ঘটিকা থেকে ৪ ঘটিকা পর্যন্ত জনসভা আয়োজনের নিমিত্তে আপনার অনুমতি প্রার্থনা করছি। আমরা সম্প্রচারমূলক যন্ত্রপাতি ব্যবহার করতে ইচ্ছুক। আমরা কেবলমাত্র হাতে ধরার ব্যানারসমূহ রাখার প্রস্তাব করছি। আমরা প্রচারপত্র বিলি করতে চাই।
আমরা দু’টি গাড়ি পার্ক করতে চাই। সভায় মূলত বক্তৃতা প্রদান করা হবে।
আপনার বিশ্বস্ত
জনাব এম এ এইচ ভূঁইয়া
সচিব
বাংলাদেশ অ্যাকশন কমিটির পক্ষ থেকে