শিরোনাম | সূত্র | তারিখ |
বাংলাদেশের অভ্যন্তরে মালীকানাহীন সম্পত্তি সংরক্ষণ সম্পর্কে অর্থমন্ত্রীর নির্দেশাবলী | বাংলাদেশ সরকার, অর্থ মন্ত্রণালয় | ৮ ডিসেম্বর, ১৯৭১ |
অনুলিপি
মেমো নং-
তারিখঃ ৮ ডিসেম্বর ১৯৭১
আদেশ
এটা রিপোর্ট করা হয়েছিল যে বাংলাদেশে ভিতরে অনেক লোকই তাদের অস্থাবর সম্পতি যুদ্ধের কারনে বিভিন্ন স্থানে রেখে এসেছেন। এই সকল সম্পত্তির কিছু মালিক দালাল অথবা রাস্ট্রের শত্রুদের হতে পারে।
এ ধরনের সম্পত্তি যেগুলো অবহেলিত অবস্থায় আছে তা সংরক্ষণের জন্য আঞ্চলিক কাউন্সিল,সেক্টর অথবা সাব সেক্টর কমান্ডার অথবা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বশীল কতৃপক্ষের অধীনে নেয়া যেতে পারে।
এই সকল সম্পত্তি প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেবার বিষয়ে পরে বিবেচনা করা হবে
এম মনসুর আলী
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
অর্থ,ব্যাবসা এবং বানিজ্য
মেমো নং- এফএম/৭৬(২/৭১
প্রতিলিপিঃ
১। অর্থ,ব্যাবসা এবং বানিজ্য সচিব
২। প্রতিরক্ষা সচিব। সেক্টর ও সাব সেক্টর কমান্ডারদের অবহিত করার জন্য
৩। জনপ্রশাসন সচিব। আঞ্চলিক কাউন্সিলকে অবহিত করার জন্য
৪। তথ্য ও যোগাযোগ সচিব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ,ব্যাবসা এবং বানিজ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বেতারের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করার জন্য।
এম মনসুর আলী
০৮.১২.১৯৭১
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
অর্থ,ব্যাবসা এবং বানিজ্য
মেমো নং-২৩২ তারিখঃ ১৫/১২/৭১
অনুলিপি দেয়া হল ডি সি ও এস এর পক্ষে তথ্য এবং একই তথ্য সেক্টর কমান্ডর বরাবর দ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার জন্য প্রেরন করা হল।
প্রতিরক্ষা সচিব