You dont have javascript enabled! Please enable it! 1971.12.07 | বাংলাদেশ সরকারের অস্থায়ী মহাসচিব নিয়োগ সম্পর্কে মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত | বাংলাদেশ সরকার, কেবিনেট ডিভিশন - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
বাংলাদেশ সরকারের অস্থায়ী মহাসচিব নিয়োগ সম্পর্কে মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার, কেবিনেট ডিভিশন ৭ ডিসেম্বর, ১৯৭১

গোপনীয়

৬ ডিসেম্বর ১৯৭১ তারিখে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে
আলোচনা থেকে গৃহীত সিদ্ধান্তসমুহ

সিদ্ধান্ত নেয়া হল যে এখনকার জন্য সরকারের তরফ থেকে একজন অস্থায়ী সেক্রেটারি জেনারেল নিযুক্ত করা হবে এবং নিয়োগ হবে নিছকই অস্থায়ী। মন্ত্রীসভা জনাব রুহুল কুদ্দুসকে এই পদের জন্য নির্বাচিত করেছে এবং তাঁকে তাৎক্ষণিকভাবে নির্ধারিত পদে নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মেমো নং- ……/ক্যাব.তারিখঃ ৭ ডিসেম্বর, ১৯৭১
প্রতিলিপিঃ
১। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ব্যক্তিগত সচিব
২। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব
৩। অর্থমন্ত্রির ব্যক্তিগত সচিব
৪। পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব
৫। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব
৬। জনাব রুহুল কুদ্দুস
৭। সকল সচিবগণ
৮। সচিব, জিএ ডিপার্টমেন্ট, প্রয়োজনীয় দাপ্তরিক স্থান ও স্টাফ প্রদান করে অস্থায়ী সেক্রেটারি জেনারেলকে সহযোগিতা করার অনুরোধ সাপেক্ষে। সেক্রেটারি জেনারেলের কার্যালয় হবে প্রধানমন্ত্রীর অফিস বিল্ডিংএ।

(এইচ টি ইমাম)
মন্ত্রীপরিষদ সচিব
০৭.১২.১৯৭১