শিরোনাম | সূত্র | তারিখ |
বাংলাদেশ সরকারের দপ্তরসমূহ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিরাপত্তা সম্পর্কে কেবিনেট সচিবের একটি চিঠি | বাংলাদেশ সরকার, কেবিনেট ডিভিশন | ৩০ নভেম্বর, ১৯৭১ |
মন্ত্রীসভার ইচ্ছানুসারে আমাদের ভিআইপিদের এবং লিঁয়াজো কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্যে আমি একেআরকে অনুরোধ করেছি। কিছুদিন আগে এবং গতকালও আমি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এ ব্যাপারে কিছু আলোচনা করেছি। নিম্নলিখিত পরামর্শগুলো উত্থাপিত হয়েছে:
ক) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবন এবং আমাদের প্রধান লিঁয়াজো কার্যালয়(নতুন ভবন) এর নিরাপত্তার ব্যাপারে এটি প্রস্তাবিত হয়েছে যে যেসকল কর্মচারীর অফিসে উপস্থিত হওয়া প্রয়োজন তাদের ছবিসহ পরিচয়পত্র বহন করতে হবে। সেখানে আমাদের নিজস্ব কর্মচারী দ্বারা বিশেষ পরীক্ষণও করা হবে।
পরামর্শ দেওয়া হয়েছে যে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে নতুন ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। সুতরাং ভিআইপিদের সেখানে কার্যক্রম চালিয়ে যাওয়া অনুচিত।
নতুন ভবনে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করা হয়েছে। পুরানো ভবনে বর্তমানে চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।
খ) ভিআইপিদের বাসস্থান: প্রত্যেক বাসভবনের প্রবেশদ্বারে সাদা পোষাকের নিরাপত্তারক্ষী নিয়োজিত করা হচ্ছে। অনুরোধ করা যাচ্ছে যে যাতে সাক্ষাৎকার যথাসম্ভব যেন শুধু পরিচিত ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
গ) ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা:
I) সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী প্রদান করা হচ্ছে।
ii) পরামর্শ দেয়া হয়েছে যেন পূর্ববর্তী ঘোষণা ব্যতীত ভিআইপিরা বাইরে বের না হন। প্রহরী গাড়ীর ব্যবস্থা রাখতে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আমাকে বলা হয়েছে যে আপাতত চারটি স্থানীয় গাড়ীর ব্যবস্থা হয়েছে-দুটি ভিআইপিদের জন্য এবং দুটি প্রহরীর দায়িত্ব পালনের উদ্দেশ্যে। এই লক্ষ্যে অনুগ্রহ করে সদরের অভ্যন্তরের এলাকাও নিয়ন্ত্রণ করা হোক।
iii) ভিআইপিদের চলাফেরার জন্য বিদেশী গাড়ী ব্যবহার পরিহার করা উচিত।
ছত্রভঙ্গ পরিকল্পনা:
আমাকে বলা হয়েছে যে এটি প্রণীত হচ্ছে। কিন্তু এটি জায়গার প্রাপ্যতার উপর নির্ভর করে।
আমাদের নিজস্ব নিরাপত্তা রক্ষীদের অস্ত্র:
পরামর্শ এসেছে যে নিরাপত্তা প্রদানের দায়িত্ব স্থানীয় সংস্থার উপরই ন্যাস্ত থাকবে এবং তারা সবধরনের প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করছে। স্থানীয় সংস্থার সম্পূরক হিসেবে আমাদের নিরাপত্তারক্ষীরা থাকবে। তাদের অস্ত্র বহনের প্রয়োজন নেই। এরূপ চিন্তাধারাই আমার কাছে পৌঁছেছে।
গতকাল অনুষ্ঠিত মন্ত্রীসভার অধিবেশনে আমি উপরোল্লিখিত অগ্রগতি এবং প্রাপ্ত পরামর্শসমূহ সম্পর্কে মন্ত্রীসভাকে অবহিত করেছি।
সম্পর্কিত মানুষদের সাথে যোগাযোগ করে প্রস্তুতি চূড়ান্ত করবার জন্যে আমি স্বরাষ্ট্রসচিবকে অনুরোধ করব। সাপ্র বিভাগের সচিব পরিচয়পত্রের প্রকাশ ত্বরান্বিত করবেন।
বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা:
এটিও অনুরোধ করা হয়েছে যাতে বিমান আক্রমণের সময়কালে আশ্রয়স্থল হিসেবে দুটি স্থান সংরক্ষণ করা হয়- (I) ভিআইপিদের বাসভবনে, (ii) নতুন কার্যালয়ে। এও পরামর্শ দেওয়া হয়েছে যেন আমাদের ভবনসমূহের গ্লাস বিবরণ অনুযায়ী কাগজ দিয়ে ঢেকে রাখা হয়।
স্বাক্ষর
মন্ত্রীসভা সচিব।
১.১১.৭১
টপ সিক্রেট
নং. ৪১৫(২)/মন্ত্রীসভা। তারিখ ২.১২.৭১
কপিঃ ১. কার্যালয় ভবনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ সহ প্রতীরক্ষা সচিবকে
২.মূল কার্যালয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পরিচয়পত্রের প্রকাশ ত্বরান্বিতকরণের অনুরোধ সহ সচিব, সাপ্র বিভাগকে
স্বাক্ষর
(এইচ. টি. ইমাম)
মন্ত্রীসভা সচিব