শিরোনাম | সূত্র | তারিখ |
মুক্ত এলাকায় বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠার অনুরোধ জানিয়ে প্রতিরক্ষা সচিবের একটি চিঠি | বাংলাদেশ সরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয় | ৩ ডিসেম্বর, ১৯৭১ |
সর্বাধিক গোপনীয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রতিরক্ষা মন্ত্রণালয়
নং- ২০২(৩) তারিখ-৩/১২/১৯৭১
বরাবর
জনাব নুরুল কাদের খান
সচিব, সাধারণ প্রশাসন
জনাব এ খালেক
সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়
জনাব কে এ জামান
সচিব, অর্থ
নিম্নে উল্লেখিত স্থানসমূহে অতিসত্বর বেসামরিক প্রশাসন স্থাপন করতে অনুরোধ করা যাচ্ছেঃ
১। ঠাকুরগাঁও, দিনাজপুর জেলা
২। শমশের নগর, জাকিগঞ্জ এবং দুয়ারাবাজার, সিলেট জেলা
৩। ভুরুঙ্গামারি, রংপুর জেলা
৪। পরশুরাম, নোয়াখালি জেলা
৫। কালিগঞ্জ, খুলনা জেলা
এটি জানা গেছে যে খুলনা জেলার জীবননগর এবং যশোর জেলার চৌগাছায় ইতোমধ্যেই বেসামরিক প্রশাসন স্থাপিত হয়েছে।
এ সামাদ
(প্রতিরক্ষা সচিব)