You dont have javascript enabled! Please enable it! 1971.11 | নার্সদের নিয়োগ এবং বেতন সংক্রান্ত একটি সরকারি চিঠি | বাংলাদেশ সরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয় - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
নার্সদের নিয়োগ এবং বেতন সংক্রান্ত একটি সরকারি চিঠি বাংলাদেশ সরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয় নভেম্বর, ১৯৭১

 
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রতিরক্ষা মন্ত্রণালয়
চালান নং……. নভেম্বর, ১৯৭১

বরাবর,
স্বাস্থ্য সচিব,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বিষয়: নার্সদের নিয়োগ এবং তাদের বেতন।

সূত্র: ১০/১১/৭১ তারিখের আলোচনা এবং আপনার ইস্যুকৃত নিয়োগপত্র
এইচএস / ২১৪ (৩) ডিটি. ২০/১০/৭১ এবং ২১/১০/৭১ তারিখের এইচএস / ২৩৫ (৩)

মুক্তিবাহিনীতে কর্মরত নার্সদের জন্য নির্ধারিত বেতনক্রম যেহেতু ৭৫ রুপি তাই প্রতিরক্ষা বাজেট থেকে ৭৫ রুপির চাইতে বেশি বেতনে নার্সদের নিয়োগ দেয় এমন সকল নির্দেশ পুনঃনিরীক্ষণ করতে আপনাকে অনুরোধ করা হচ্ছে।

সেই অনুসারে সেক্টর কমান্ডারদেরকেও অবহিত করা হচ্ছে।
প্রতিরক্ষা সচিব

এসিওএস (পার্স) কে তথ্য ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হল।