You dont have javascript enabled! Please enable it! 1971.03.24 | “বাংলার পতাকা জনতা সবখানেই উড়িয়ে দিয়েছে” | দৈনিক পাকিস্থান - সংগ্রামের নোটবুক
শিরোনাম সুত্র তারিখ
“বাংলার পতাকা জনতা সবখানেই উড়িয়ে দিয়েছে” দৈনিক পাকিস্থান ২৪শে মার্চ, ১৯৭১

বাংলার পতাকা জনতা সবখানেই উড়িয়ে দিয়েছে
(স্টাফ রিপোর্টার)

সারা বাংলাদেশে গতকাল মঙ্গলবার তেইশে মার্চ পাকিস্থানী পতাকা ওড়েনি। শুধু সামরিক ছাউনিতে উড্ডীন ছিল ঐ পতাকা। আর সর্বত্র উড়েছে বাংলাদেশের পতাকা ও কালো পতাকা।

স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বানক্রমে ঢাকাস্থ বৃটিশ হাইকমিশন ও সোভিয়েত কনস্যূলেটে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। পাকিস্থান সরকারের ২৩মে মার্চের পাকিস্থান দিবসের কর্মসূচী অনুযায়ী ঢাকাস্থ চীনা, ইরানী, ইন্দোনেশিয়া ও নেপালী দূতাবাসে পাকিস্থানী পতাকা উত্তোলন করা হয়েছিলো। পরে ছাত্র নেতৃবৃন্দ ও জনতা এসব দূতাবাসে গিয়ে পাকিস্থানী পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করে দেয়।

মার্কিং দূতাবাস এদিন বিতর্ক এড়াবার নামে কোন পতাকাই উত্তোলন করেনি।