শিরোনাম | সুত্র | তারিখ |
“বাংলার পতাকা জনতা সবখানেই উড়িয়ে দিয়েছে” | দৈনিক পাকিস্থান | ২৪শে মার্চ, ১৯৭১ |
বাংলার পতাকা জনতা সবখানেই উড়িয়ে দিয়েছে
(স্টাফ রিপোর্টার)
সারা বাংলাদেশে গতকাল মঙ্গলবার তেইশে মার্চ পাকিস্থানী পতাকা ওড়েনি। শুধু সামরিক ছাউনিতে উড্ডীন ছিল ঐ পতাকা। আর সর্বত্র উড়েছে বাংলাদেশের পতাকা ও কালো পতাকা।
স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বানক্রমে ঢাকাস্থ বৃটিশ হাইকমিশন ও সোভিয়েত কনস্যূলেটে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। পাকিস্থান সরকারের ২৩মে মার্চের পাকিস্থান দিবসের কর্মসূচী অনুযায়ী ঢাকাস্থ চীনা, ইরানী, ইন্দোনেশিয়া ও নেপালী দূতাবাসে পাকিস্থানী পতাকা উত্তোলন করা হয়েছিলো। পরে ছাত্র নেতৃবৃন্দ ও জনতা এসব দূতাবাসে গিয়ে পাকিস্থানী পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করে দেয়।
মার্কিং দূতাবাস এদিন বিতর্ক এড়াবার নামে কোন পতাকাই উত্তোলন করেনি।