You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম   সূত্র তারিখ
“সব ঠিক হয়ে যাবে”- প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে আলোচনার পর ভূট্রোর মন্তব্য  দৈনিক ‘সংগ্রাম’  ২২ মার্চ, ১৯৭১

প্রেসিডেন্টের সাথে ভূট্রোর আলোচনাঃ
“সব কিছুই ঠিক হয়ে যাবে”
(স্টাফ রিপোর্টার)
পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জনাব জুলফিকার আলী ভূট্রো দেশের বর্তমান রাজনৈতিক সংকট সম্পর্কে প্রেসিডেন্টের সাথে নতুন করে আলোচনার উদ্দেশ্যে গতকাল রোববার ঢাকা আগমন করেন। তার সাথে তার ১২ জন উপদেষ্টাও রয়েছেন।
বিমানবন্দর থেকে জনাব ভূট্টোকে সামরিক বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থাধীনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে আসা হয়।
পিপিপি প্রধান জনাব ভূট্টো বিমানবন্দর অথবা হোটেলে সাংবাদিকদের কোন সাক্ষাতকার দেননি। হোটেল ইন্টারকন্টিনেন্টালে জনাব ভূট্টোর জন্য কয়েক ঘন্টা ধরে অপেক্ষমান প্রায় একশত দেশী-বিদেশী সাংবাদিক চেষ্টা করেও গতকাল তার কাছে যেতে পারেননি।
জনাব ভূট্টো কড়া সামরিক প্রহরায় হোটেলে পৌঁছালে কয়েকশো বিক্ষোভকারী হোটেলের বাইরে থেকে ভূট্টো-বিরোধী শ্লোগান প্রদান করে। এসময় জনাব ভূট্টোকে বিচলিত দেখাচ্ছিল।
জনাব জুলফিকার আলী ভূট্টো সন্ধ্যায় প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে দীর্ঘ দু;ঘন্টাব্যাপী আলোচনায় মিলিত হন।
আলোচনা শেষে হোটেলে প্রত্যাবর্তন করে জনাব ভূট্টো পিপিআই-এর একজন প্রতিনিধিকে বলেন যে “সব কিছুই ঠিক হয়ে যাবে। আপনার কাছে এখন শুধু এটুকুই বলতে পারি।”
—————–
 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!