You dont have javascript enabled! Please enable it! 1971.12.01 | পঙ্গু যোদ্ধাদের জন্য স্বাস্থ্যনিবাস প্রতিষ্ঠা সম্পর্কে প্রতিরক্ষা মন্ত্রণালয় কতৃক জোনাম কাউনসিলে প্রেরিত একটি চিঠি | বাংলাদেশ সরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয় - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
পঙ্গু =যোদ্ধাদের জন্য স্বাস্থ্যনিবাস প্রতিষ্ঠা সম্পর্কে প্রতিরক্ষা মন্ত্রণালয় কতৃক জোনাম কাউনসিলে প্রেরিত একটি চিঠি বাংলাদেশ সরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয় ১ ডিসেম্বর, ১৯৭১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রতিরক্ষা মন্ত্রণালয়
নং- সি- ০০২/১৯৭(৪) তারিখঃ ১-১২-৭১

জনাব এম এ রউফ চৌধুরী,
সভাপতি,

আঞ্চলিক পরিষদ, দক্ষিণ-পশ্চিম জোন-I
কৃষ্ণনগর।

অনুগ্রহপূর্বক স্মারকলিপি নং সি- ০০২/১।৭৩ তাং ২৪-১১-৭১ প্রসঙ্গে, বিনীতভাবে অতিসত্বর যোগাযোগ করবে। আপনার সেক্টরে অক্ষম / বিকলাঙ্গ সৈনিকদের জন্য প্রস্তাবিত আরোগ্যলাভের বাসস্থান এর উপযুক্ত জায়গা নির্বিচারে।
– (আকবর আলী খান)
ডেপুটি সম্পাদক,
প্রতিরক্ষা।

নং- সি- ০০২/ তারিখ

অনুলিপি হতে আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তা এর কাছে, দক্ষিণ-পশ্চিম জোন-১, কৃষ্ণনগর , প্রয়োজনীয় পদক্ষেপের জন্য।

ডেপুটি সম্পাদক,
প্রতিরক্ষা।