You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সূত্র তারিখ
রণক্ষেত্রে মুক্তিবাহিনীর ভুমিকায় প্রচার সম্পর্কে তথ্য সচিবের একটি চিঠি বাঙ্গালদেশ সরকার, তথ্য মন্ত্রণালয় ২৯ নভেম্বর, ১৯৭১

 

জয় বাংলা                                                                                                                                      তথ্য, প্রচার ও বেতার দফতর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মুজিবনগর
ডি.ও. নং. পিআইবিপি/৬৪।, তারিখ ২৯শে নভেম্বর, ১৯৭১
প্রেরক:- জনাব এ.এইচ. খান,
সচিব হতে বাংলাদেশ সরকার,
তথ্য, প্রচার ও বেতার দফতর।
আমার প্রিয় সামাদ,
আপনি অবগত আছেন যে, পাকিস্তানীরা বিশ্বকে বুঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশের অভ্যন্তরে ভারত তাদের সেনা প্রেরণ করেছে এবং এজন্য তারাই বাংলাদেশের অভ্যন্তরে মূল যুদ্ধ করছে। এই অপপ্রচারের উদ্দেশ্য দুটি-প্রথমত,ইন্দো-পাক মুকাবিলা যা বাংলাদেশের প্রকৃত ইস্যু থেকে বিশ্বের মতামত বিমুখ করার চেষ্টা করে বিশ্বকে বিভ্রান্ত করার জন্য এবং দ্বিতীয়ত মুক্তিবাহিনীর সাফল্য কমিয়ে দেওয়া। ভারত এই অভিযোগ অটলভাবে খণ্ডন করেছে। তৎসত্ত্বেও আমি মনে করি বাংলাদেশের অভ্যন্তরের পুরোভাগে মুক্তিবাহিনী কর্তৃক চালানো যুদ্ধে ভারতীয় সেনাদের সম্পৃক্ততা খোলাখুলিভাবে বাংলাদেশ সরকারের প্রত্যাখ্যান করা উচিত। যেহেতু এটি একটি জরুরী বিষয়, আমি সুপারিশ করছি যে আপনি অবিলম্বে আপনার অভিমত প্রদান করুন যাতে আমরা বেতারযোগে পাকিস্তানীদের অপপ্রচার বিফল করতে পারি।
একান্তই আপনার,
(এ. এইচ. খান)

জনাব এ.সামাদ,
স্বরাষ্ট্রসচিব,
বাংলাদেশ সরকার।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!