You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সূত্র তারিখ
শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ সম্পর্কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দু’টি পত্র বাংলাদেশ সরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয় ১০ নভেম্বর , ১৯৭১

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রতিরক্ষা মন্ত্রণালয়
নং. এ – ০০১/১৩৯ (২) তারিখ ১০.১১.৭১

প্রতি
জনাব এম. হোসেন আলী
বাংলাদেশ রাষ্ট্রদূত
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
৯, সার্কাস এভিনিউ
কলকাতা – ১৭।

বিষয়ঃ সৈন্যদের উলের কম্বল, পুল-ওভার ক্রয়ের জন্য অর্থসংকুলান ।

আমাদের বরাদ্দ অনুযায়ী সৈন্যদের শীতবস্ত্র ক্রয়ের নিমিত্তে আমি ১,৫০,০০০ রূপী , মার্কেন্টাইল ব্যাংকের চেক নং ২৫৬৭৩ এবং ২৫৬৭৬ এর মাধ্যমে প্রেরন করছি । এ বিষয়ের বরাদ্দ আপনার কাছে যথসময়ে প্রেরণ করা হবে । জনাব মতিউর রহমান, সহকারী এর নিকট চেকগুলো পাঠানো হয়েছে ।

চেকপ্রাপ্তির বিষয়ে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে ।

প্রতিরক্ষা সচিব
……………………………

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রতিরক্ষা মন্ত্রণালয়
নং. এ-০০১/১৪০ (৩)
নভেম্বর ১০ , ১৯৭১

জনাব মনিরুজ্জামান,
অভ্যর্থনা ক্যাম্প,

সৈন্যদের উলের কাপড় ও অন্যান্য জিনিস পরিবহনের জন্য জনাব তাজুল ইসলাম, এল.ও. শিক্ষার্থী, বুড়িমারী ট্রাকের ব্যবস্থা করতে আপনার নিকট যাচ্ছেন । এই বিষয়ে তাকে সাহায্য করার জন্য অনুরোধ করা যাচ্ছে ।
প্রতিরক্ষা সচিব

……………………

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!