শিরোনাম |
সূত্র | তারিখ |
বাংলাদেশ সরকার ও মন্ত্রী পরিষহদের ব্যবহারের জন্য যানবাহন সংগ্রহঃ প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য প্রদত্ত কেবিনেট সচিবের একটি প্রতিবেদন | বাংলাদেশ সরকার, কেবিনেট ডিভিশন | ৮ নভেম্বর, ১৯৭১ |
নভেম্বর ৮. ১৯৭১.
বিষয়ঃ যানবাহন
সুত্রঃ আমার পুর্বের U.o. No. 286/Cab dt. 29.10.71
প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী আমি আমাদের প্রয়োজনীয় যানবাহনের উপর একটি কার্যপত্র তৈরি করেছি। জনাব এ. কে. রয় এবং জনাব ডি. কে. ভট্টাচার্য (ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আবাসিক কার্যালয়ে ড. এস. চক্রবর্তীর সহ) এর সাথে বৈঠকের আলোচনা অনুসারে আমি এই কার্যপত্রের দুটি প্রতিলিপি আজ সকালে জনাব এ. কে. রয় এর কাছে হস্তান্তর করেছি। উনি দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
যোগাযোগ কর্মকর্তা পূর্বে আমাকে পরামর্শ দিয়েছিলেন যে উনি বাংলাদেশে ত্রিপুরা থেকে আইএএফের সৌজন্যে গাড়ির ব্যবস্থা করে দিতে পারবেন। সে অনুসারে আমি উনাকে নয়টি গাড়ির একটি তালিকা দিয়েছিলাম যেগুলো বিমান মাধ্যমে মুজিবনগরে আসবে। কার্যপত্রের প্রতিলিপি এবং যোগাযোগ কর্মকর্তাকে দেওয়া গাড়ির তালিকা প্রধানমন্ত্রীর তথ্যের আনুকুল্যে পাঠানো হয়েছে।
(এইচ. টি. ইমাম)
মন্ত্রীসভা সম্পাদক
৮/৯/৭১
U.O. No……../Cab. তারিখ ৮.১১.৭১
প্রধানমন্ত্রী
——————–
বাংলাদেশী পরিবহনের ওপর কার্যপত্র
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার সাথে আলোচনা সাপেক্ষে বেসামরিক কাজের জন্য অতি জরুরী যানবাহনের একটি বিস্তারিত তালিকা তৈরী করা হয়েছে। তালিকা অনুসারে আমাদের এখন নিম্নলিখিত যানবাহন প্রয়োজন :
গাড়ি – ২৯ টি
জীপ – ২০ টি
বাস – ২ টি
————————————–
মোট – ৫১ টি
যে যানবাহনগুলো জরুরি প্রয়োজন সেগুলো নিম্নে সূচিত করা হয়েছে। অন্যান্য সংস্থাগুলোর প্রয়োজন প্রাপ্যতা অনুসারে ধীরে ধীরে সূচিত করা হবেঃ
১. ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি – ১টি গাড়ি
২. প্রধাণমন্ত্রী এবং কার্যালয়. – ২টি গাড়ি
৩. স্বরাষ্ট্রমন্ত্রী – ১টি গাড়ি
৪. সাধারন প্রশাসন বিভাগ – ২টি বাস
৫. তথ্য ও প্রচার মন্ত্রণালয় – ১টি গাড়ি
৬. স্বাস্থ্য মন্ত্রণালয় – ১টি জীপ
৭. প্রতিরক্ষা মন্ত্রণালয় – ১টি জীপ
৮. পরিকল্পনা কমিশন – ১টি গাড়ি
৯. স্বরাষ্ট্রমন্ত্রী – ১টি গাড়ি
১২ট
অনুগ্রহপূর্বক যত দ্রুত সম্ভব এ যানবাহনগুলো হস্তান্তর করার ব্যবস্থা করুন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য প্রয়োজনীয় যানবাহন আলাদা ভাবে দেখানো হয়েছে।
বিভিন্ন এলাকায় যানবাহনের প্রাপ্যতার একটি তালিকাও আমরা তৈরি করেছি। এই তালিকাটি একেবারেই বিস্তৃত নয়। আমরা শুধুমাত্র সেসব এলাকারই তালিকা করতে পেরেছি যেখানে স্থানীয় কর্তৃপক্ষ সহযোগিতা করেছে।
বাংলাদেশ সরকারের মন্ত্রীসভা ও সিভিল এজেন্সীর জন্য দ্রুত প্রয়োজনীয় যানবাহনসমূহ
ক্রমিক নং | কার্যালয় | চাহিদা | যানবাহনের ধরন | বর্তমানে সুলভ | ন্যূনতম চাহিদা | |
১ | বর্তমান রাষ্ট্রপতি ও কার্যালয় | ২ টি | কার | ১ | ১টি কার | ডেল্টা সেকশন থেকে একটি আনা হচ্ছে। |
২ | প্রধানমন্ত্রী ও কার্যালয় | ২ টি | কার | নেই | ২টি কার | – |
৩ | অর্থ মন্ত্রী | ১ টি | কার | ১ | – | – |
৪ | পররাষ্ট্র মন্ত্রী | ১ টি | কার | ১ | – | – |
৫ | স্বরাষ্ট্র মন্ত্রী | ১ টি | কার | নেই | ১টি কার | – |
৬ | মন্ত্রীসভা সচিব | ২ টি | কার | ১টি জিপ | ১টি কার | – |
৭ | জিএ ডিপার্টমেন্ট পুল | ৪ টি | ২টিবাস / পিক আপ ভ্যান | ১টি জিপ | ৩ (২টি বাস , ১টি কার) | – |
৮ | তথ্য ও প্রচার মন্ত্রনালয় | ২ টি | ১টি কার , ১টি জিপ | – | ২(১টি কার, ১টি জিপ) | – |
৯ | অর্থ মন্ত্রনালয় | ২ টি | ২টি কার | ১টি জিপ | ১টি কার | – |
১০ | স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রনালয় | ২ টি | ১ টি কার , ১ টি জিপ | – | ২ টি (১ টি কার , ১ টি জিপ) | – |
১১ | প্রতিরক্ষা মন্ত্রনালয় | ১ টি | ১ টি জিপ | – | ১ টি জিপ | – |
১২ | পররাষ্ট্র বিষয়ক মন্ত্রনালয় | ২ টি | ২টি কার | – | ২ টি কার | – |
১৩ | ব্যবসা ও বাণিজ্য পর্ষদ | ১ টি | ১ টি কার | – | ১ টি কার | – |
১৪ | পরিকল্পনা কমিশন | ১ টি | ১ টি কার | – | ১ টি কার | – |
১৫ | পরিচালনা পর্ষদ, ওয়াইসি | ২ টি | জিপ | ১ টি | ১ টি জিপ | – |
১৬ | স্বরাষ্ট্র মন্ত্রনালয় | ১ টি | কার | – | ১ টি কার | – |
১৭ | ইঞ্জিনিয়ারিং ডিরেকটরেট | ১ টি | কার | – | ১ টি কার | – |
১৮ | কৃষি বিভাগ | ১ টি | কার | – | ১ টি কার | – |
১৯ | সংসদীয় বিষয়ক | ১ টি | কার | – | ১ টি কার | – |
২০ | ত্রান ও পূনর্বাসন | ১ টি | কার | – | ১ টি কার | – |
২১ | যুব ক্যাম্প পরিচালকবৃন্দ | ৫ টি | জিপ | নেই | ৫ টি জিপ | – |
২২ | আঞ্চলিক পরিষদসমূহ | ১১ টি | কার / জিপ | – | ১১ টি কার | – |
২৩ | আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তাগন | ১১ টি | কার / জিপ | ৮ টি | ৮ টি জিপ | |
মোটঃ | ৬১ টি | ৫১ টি |
অতি জরূরী
গোপনীয়
নভেম্বর১, ১৯৭১
মন্ত্রীসভা ও সরকারি কার্যক্রমস্মূহের জন্য , নিম্নবর্ণিত যানবাহনসমূহ ত্রিপুরা থেকে এখানে নিয়ে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে।
গাড়ির বিবরণ
নং | গাড়ি প্রস্তুতকারক | পুরাতন রেজিঃ নং | নতুন রেজিঃ নং | কোথায় পাওয়া যাবে |
১ | ভক্সওয়াগন কার | ঢাকা গ – ৩৩৩৯ | অজানা | আশ্রমবাড়ি ক্যাম্প , ত্রিপুরা
(সেক্টর নং ৩) |
২ | করটিনা কার | ঢাকা-ক-৯২০৫ | ঐ | সেক্টর নং ৩ , মনতলা ক্যাম্প, ত্রিপুরা |
৩ | মরিস অক্সফোর্ড কার | সিল- ক- ৫১৪ | ঐ | ঐ |
৪ | প্রিঞ্জ কার | সিল-ক-১৪৪৯ | ঐ | ঐ |
৫ | ভক্সওয়াগন কার | ১৩৮৬ | ঐ | সেক্টর নং ৩ , শ্রমবাড়ি ক্যাম্প, ত্রিপুরা |
৬ | ভক্সওয়াগন কার | সিল-ক-১১৭৫ | ঐ | ঐ |
৭ | ভকশল কার | ইনজিন নং ১৪১৯৪০৭ | ঐ | ঐ |
৮ | ভকশল কার | চট্ট-খ-৯৭২ | ঐ | ঐ |
৯ | ভক্সওয়াগন কার | সিল-ক-১৬৯৫ | ঐ | ঐ |
মেমো নং ৩০০/ক্যাব. তাং ১.১১.৭১
ডি.ও.
স্বাক্ষর
এইচটি ইমাম
মন্ত্রীসভা সচিব
ব্যবহৃত শুকনো পন্যবাহী কার্গো কোস্টার
বিশদ বিবরণীঃ
১। দৈর্ঘ্য অনূর্ধ ২০০ ফুট
২। খালি অবস্থায় ওজন ১০০০ টন
৩। ড্রাফট [নিমজ্জন] অনূর্ধ ১৩ ফুট
৪। বিএইচএফ সিঙ্গেল স্ক্রু
৫। ইঞ্জিন ৪ স্ট্রোক ডিজেল
মেরিন ডিজেল ফুয়েলে প্রতিবর্তনযোগ্য সংকুচিত বাতাসে চালুকৃত, সরাসরি চালানো ফিক্সড পিচ প্রপেলার ।
৬। গতি ১০-১২ নট
৭। শ্রেণীবিভাগ লয়েডস- ১০০ এআই কিংবা সমগোত্রীয়
ব্যবহৃত যানবাহন-কাম-যাত্রীবাহী ফেরি
বিশদ বিবরণীঃ
১। দৈর্ঘ্য ১২৫ ফুট
২। বীম ৩৫ ফুট
৩। ড্রাফট ৪’৬’’
৪। গতি ১০ নট
৫। ধারনক্ষমতা প্রতিটি ৭ টন ওজনবাহী ৬ টি লোডেড ট্রাক
অথবা ২৪ টি কার এবং ১০০ জন যাত্রী
৬। পরিচালনা সংকুচিত বাতাস চালুকৃত এবং উচ্চগতির ডিজেল
তেলে ব্যবহৃত ৪ স্ট্রোক ডিজেল ইঞ্জিন ।
মোট অশ্বশক্তি-৬৫০ অশ্বশক্তি ক্ষমতা । গিয়ারড
ড্রাইভ টুইন স্ক্রু এবং টুইন রাডার । ফিক্স পিচ
প্রপেলার। দুই’টি হালকা ইঞ্জিন ১১০ ভিএসি ।
………………
ব্যবহৃত শ্যালো ড্রাফট শুকনো পন্যবাহী জলযান
(ল্যান্ডিং ক্রাফট টাইপ)
বিশদ বিবরণীঃ
১। পন্য বহনের ক্ষমতাঃ ৫০০ টন
২। ড্রাফটঃ ফরওয়ার্ড ০’০০’’
আফটার ৬’০’’
৩। ইঞ্জিনঃ সিঙ্গেল স্ক্রু, ডিজেল
৪। গতিঃ ১০ নটস
……………
ব্যবহৃত ওয়েল ট্যাংকার
১। দৈর্ঘ্যঃ আনুমানিক ২০০ ফুট
২। ড্রাফটঃ ওজনবাহী অবস্থায় ১২ ফুট
…………………
৩। শ্রেণীঃ পূর্ব পাকিস্তানের উপকূলীয় কার্যক্রমের জন্য
জাহাজীকরণের লয়েড রেজিস্টারসহ এআই
৪। গতিঃ পূর্ণ ভারবাহী অবস্থায় ১০ নট।
৫। পরিচালনাঃ যেকোনো সুনামধন্য প্রস্তুতকারকের তৈরী ৪
স্ট্রোক বিশিষ্ট সাধারণ দহন[aspirated]
ধীরগতি ডিজেল ইঞ্জিন , অনধিক ৯৬০ অশ্বশক্তি ।
৬। সহায়িকাঃ [Auxiliaries] ৪৪০ এ.সি. [স্থানসংকুলানের জন্য ২২০ ভোল্ট]
৩টি ডিজেল জেনারেটর । অগ্নিপ্রজ্জ্বলন, সাধারণ
ক্রিয়া ও স্থিরতার জন্য তড়িৎচালিত পাম্প।
৭। কার্গো ধারনক্ষমতাঃ সর্বমোট ১০০০ টন ধারন ক্ষমতার ৬ টি কার্গো ট্যাঙ্ক। ডিজেল
জেনারেটর অথবা এসি মোটর চালিত, প্রতিটি ঘন্টায় ২০০ টন
পাম্পিং ক্ষমতার ২টি কার্গো পাম্প ।
——————-