You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সূত্র তারিখ
জোনাল কাউন্সিল এবং সংসদ সদস্যদের ভ্রমন ও অন্যান্য ভাতা সম্পর্কে অর্থ মন্ত্রনালয়ের নির্দেশাবলী বাংলাদেশ সরকার, অর্থ মন্ত্রণালয় ৬ নভেম্বর, ১৯৭১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রনালয়
নম্বর,অর্থ ১১/৭১/৩৭৩ তারিখ ৬/১১/৭১

হইতেঃ কে এ জামান
সচিব,অর্থ মন্ত্রনালয়
বাংলাদেশ সরকার

বরাবরঃ ১ সচিব
স্বরাস্ট্র/সাধারন প্রশাসন/মন্ত্রীপরিষদ/পররাষ্ট্র বিষয়ক/স্বাস্থ্য/কৃষি/তথ্য/শিল্প এবং বানিজ্য/প্রতিরক্ষা মন্ত্রনালয়।
২ চেয়ারম্যান আঞ্চলিক প্রশাসন কাউন্সিল,
৩ আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তা,

বিষয়ঃ আঞ্চলিক এবং এম এন এ/এম পি এ দের ভ্রমন এবং অন্যান্য বিষয়ের জন্য অর্থ ব্যায় পরিচালনা করা

উপরে উল্লেখিত বিষয়ের সূত্রানুসারে, নিম্নে স্বাক্ষরকারীগণ ১-১১-৭১ অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ মিটিং এর সিদ্ধান্তের নিম্নের সারসংক্ষেপ তথ্য এবং প্রয়োজনীয় নির্দেশনার জন্য পুনর্গঠন করবেনঃ-

এম পি এবং এম এন এ দের ভ্রমন এবং অন্যান্য ভাতা বিষয়ে এই সিদ্ধান্ত হয়েছিল যে কেবলমাত্র আসল ভ্রমণ খরচ (আসলে ভ্রমন) বিবেচনার যোগ্য এবং খাবারের খরচের জন্য কোন ভাতা প্রদান করা হবে না। যখন এম এন এ দের/এম পি গণ অনুমদিত ভ্রমনে যাবে তখন তাদের জন্য বাসা ভাড়া হিসেবে দিন প্রতি ১৫ রুপি অনুমোদন করা হবে। মুজিবনগরের জন্য এই হার দ্বিগুন হবে। মন্ত্রীপরিষদে সিদ্ধান্ত হয়েছিল যে যদি আনুষ্ঠানিক ভাবে ডাকা না হয় তাহলে কোন এম এল এ এবং এম এন এ মুজিবনগর যাওয়ার জন্য কোন ভ্রমন বা অন্যান্য ভাতা পাবেন না।

একইভাবে উপযুক্ত কতৃপক্ষের “অর্থাৎ দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী অথবা আঞ্চলিক প্রশাসনিক কাউন্সিলের দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান” এর পুর্ব অনুমোদন ব্যাতিত কোন ভ্রমন এবং অন্যান্য ভাতা তাদের জন্য বিবেচ্য হবে না।
(কে. এ. জামান)
সচিব
অর্থ বিভাগ
মেমো নং…তারিখ…
তথ্যের জন্য অনুলিপি দেয়া হলঃ ১ মন্ত্রী পি এস (ভারপ্রাপ্ত) অর্থ বিভাগ।

(কে. এ. জামান)
সচিব, অর্থ বিভাগ।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!