শিরোনাম | সূত্র | তারিখ |
প্রতিরক্ষা সচিব কতৃক পংগু সৈনিকদের আশ্রয় নিবাস প্রতিষ্ঠার জন্য জোনাল কাউন্সিল-এর প্রতি নির্দেশ | বাংলাদেশ সরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয় | ৫ নভেম্বর, ১৯৭১ |
তারবার্তা
জনাব কে এ রাকিব
আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তা
প্রযত্নে শ্রী কে পি দত্ত
৫/১১ কুঞ্জবন পৌরসভা আগরতলা
দয়া করে জরুরী ভিত্তিতে ২০ সহ্যা বিশিষ্ট পংগু যোদ্ধা আবাসস্থল নির্মান করুন।এই যোদ্ধাদের বিনোদের জন্য কোন সু ব্যাবস্থা এর সাথে দেয়া যেতে পারে।পাশাপাশি এই আবাসস্থলে রাখার জন্য কিছু পংগু যোদ্ধাদের যোগাড় করা যেতে পারে।এর সাথে মোট ১৫০০০ টাকা জরুরী ভিত্তিতে দেয়া হল।এ দিয়ে দুই মাসের খরচ চলে যাওয়া উচিত।
(এ সামাদ)
টেলিগ্রাফ হবে না
মেমো নং তারিখঃ৫ নভেম্বর ১৯৭১
অনুলিপি ডাকযোগের মাধ্যমে নিশ্চিত করে পাঠানো হল জনাব কে এম রাকিব এর কাছে ,আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তা ,প্রযত্নে শ্রী কে পি দত্ত,৫/১১ কুঞ্জবন পৌরসভা আগরতলা ত্রিপুরা।
(এ সামাদ)