শিরোনাম। | সুত্র | তারিখ |
যুদ্ধরত সৈনিকদের ভাতা সম্পর্কে মন্ত্রীপরিষদের সিদ্ধান্ত। | বাংলাদেশ সরকার, কেবিনেট ডিভিশন | ৩০ অক্টোবর, ১৯৭১ |
গোপনীয়
শনিবারে মন্ত্রিসভার অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত এবং মিনিটস সমূহ থেকে নেওয়া অক্টোবর ৩০, ১৯৭১
বিবিধ বিষয়সূচি ১৪ ( ক) :
মন্ত্রিপরিষদের বিবেচিত বর্তমান বেতন স্কেল , ভাতা ও অন্যান্য সুবিধাদি জেসিওদের সহ বাংলাদেশে যুদ্ধরত বাহিনীর অপরাপর শ্রেণির সৈন্যদের দেয়া হবে এবং যে সিদ্ধান্ত নিয়েছে জেসিও এবং অন্যান্য পদবী দের ৫০/- রুপী ভাতা দেওয়া হবে জেসিও/আরও প্রতি, যা সংযুক্ত হবে তাদের বর্তমান বেতন যথাক্রমে ১৫০/- রুপী এবং ৭৫/- রুপীর সাথে অক্টোবর মাস থেকে কার্যকর হয়ে নভেম্বরের শুরুতে প্রদেয় হবে, ১৯৭১। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১৯৭১ সালের নভেম্বর হতে নিয়মিত অর্থ পরিশোধের ব্যবস্থা করা সমীচীন হবে। .
স্বাঃ /
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি .
নথি . নং: ১২৮ ( ২ ) , তারিখ: নভেম্বর ২ ,৭১ .
তথ্য সংরক্ষণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য অনুগ্রহকরে ডিসিও-দের ১কপি পাঠিয়ে দেবেন ।
প্রতিরক্ষা সচিব