You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সূত্র তারিখ
জোনাল স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ সংক্রান্ত মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার, কেবিনেট ডিভিশন ৭ অক্টোবর, ১৯৭১

 
গোপনীয়
৭ অক্টোবর, ১৯৭১ অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ মিটিংয়ের সারসংক্ষেপ।

গ। জনস্বাস্থ্য বিষয়ে পরিলক্ষিত হয় যে ১১টি অঞ্চলের জন্য ১১জন আঞ্চলিক স্বাস্থ্যকর্মকর্তা প্রয়োজন। এইসব পদ অতিসত্বর পূরণ করা হবে। এই সংক্রান্ত প্রয়োজন মেটাতে বেসামরিক খাতে স্বাস্থ্যখাত (বেসামরিকস্বাস্থ্যসেবা) নামে নতুন খাত খোলার সিদ্ধান্ত নেয়া হয়। এজন্য প্রতিটি অঞ্চলের জন্য ৫০,০০০/- টাকা (রুপি) করে ৫,৫০,০০০/- টাকা (রুপি) প্রধানমন্ত্রীর অনুকূলে বরাদ্দ দেয়া হয়। প্রধানমন্ত্রীর চাহিদা অনুযায়ী অর্থমন্ত্রণালয় এই অর্থ ছাড় করবে।
স্বাক্ষর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
গোপনীয় ;
Memo No..(4)/Cab. তারিখঃ২৫/১০/১৯৭১

অনুলিপিঃ ১. মাননীয় প্রধানমন্ত্রী।
২. মাননীয় অর্থমন্ত্রী।
৩. সচিব, অর্থ বিভাগ।
৪. সচিব, স্বাস্থ্য বিভাগ।
(এইচ. টি. ইমাম)
মন্ত্রী পরিষদ সচিব
২৫/১০/৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!