শিরোনাম | সূত্র | তারিখ |
তথ্য সচিব কতৃক প্রতিরক্ষা সচিবকে লিখিত একটি চিঠি | বাংলাদেশ সরকার, তথ্য মন্ত্রণালয় | ১৮ অক্টোবর, ১৯৭১ |
জয় বাংলা
তথ্য প্রচার ও বেতার দফতর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মুজিবনগর
প্রেরক: এ.এইচ. খান,
সচিব,
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
আমার প্রিয় সামাদ,
আমি মাত্রই তোমার ডি.ও. গ্রহণ করলাম, ১৮.১০.৭১ তারিখে।
আমি প্রজ্ঞাপন ও প্রচার সমন্বয়ের সভাতে উপস্থিত থাকতে পারবো না বলে আমি দুঃখিত। আমি আরে দু: খ প্রকাশ করছি যে সংবাদ এবং তথ্য, চলচ্চিত্র, শিল্প ও নকশা এবং রেডিও অধিদপ্তরের আমার সকল কর্মকর্তা ইতিমধ্যে ব্যস্ত রয়েছেন এবং সভায় উপস্থিত হতে সক্ষম হবে না।
আমি প্রচার ও প্রচারণা সমন্বয় সংক্রান্ত কাজগুলোর ব্যাপারে আপনার চিন্তাভাবনার সাধুবাদ জানাচ্ছি। আমরা এই ইঙ্গিতের কদর করছি এবং কোন নির্দিষ্ট এলাকায় আমাদের আপনার সহযোগিতা প্রয়োজন তা সম্পর্কে আপনাকে অবগত করবো।
আমি উক্ত বিষয়ে ইতিমধ্যে আপনাকে আহবান করেছি। এ ব্যাপারে আপনার পরামর্শ গ্রহণ করলে খুশি হব।
ধন্যবাদের সহিত,
এ.এইচ খান