You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সূত্র তারিখ
প্রতিরক্ষা স্বাস্থ্য বাজেট সম্পর্কিত মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার, কেবিনেট বিভাগ ৭ অক্টোবর, ১৯৭১

 

গোপন

৭/১০/১৯৭১ তারিখের সচিবালয় মিটিং থেকে প্রাপ্ত তথ্যাদি এবং সিদ্ধান্তসমুহ

গ/ স্বাস্থ্যসচিব কর্তৃক পেশকৃত প্রতিরক্ষা চিকিৎসা বাজেট

“স্বাস্থ্য ও প্রতিরক্ষা খাত” নামক নতুন একটি খাত খোলার প্রস্তাব গৃহীত হয়। এই জন্য ১০ লাখ টাকা স্যাংশন করা হয়। এটাও সিদ্ধান্ত হয় যে, স্যাংশনের তহবিলের ভার (১০ লাখ) প্রধানমন্ত্রীর উপর ন্যাস্ত করা হবে এবং প্রয়োজনবোধে তহবিল থেকে টাকা উঠানোর অধিকারও কেবল তাঁরই থাকবে, যেখানে প্রতিরুপি সংস্থাসমূহের মুক্তিবাহিনির সদস্যদের জন্য চিকিৎসা ছাউনির ব্যবস্থা করার কথা। সচিবালয় সিদ্ধান্ত নেয় যে, এই তহবিলের টাকা কেবলমাত্র অত্যন্ত জরুরি দরকার সমুহে ব্যবহৃত হবে। অর্থ মন্ত্রনালয় প্রধানমন্ত্রীর আদেশক্রমে এই তহবিল উন্মুক্ত করবেন।

Sd/-
ভারপ্রাপ্ত সভাপতি.

সচিবালয়.
মেমো নং….(৬) তারিখঃ ৭/১০/১৯৭১

হস্তান্তর করা হল:
১/ প্রধানমন্ত্রী,
২/ অর্থমন্ত্রী
৩/ সি-ইন-সি
৪/প্রতিরক্ষা সচিব
৫/ অর্থ সচিব
৬/ স্বাস্থ্য সচিব
(এইচ টি ইমাম)
মন্ত্রিপরিষদ সচিব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!