দৈনিক পাকিস্তান
১৬ ফেব্রুয়ারি ১৯৬৯
আইএসপিআরের প্রেস রিলিজ : আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত
সার্জেন্ট জহুরুল হক গুলিতে নিহত : ফজলুল হক আহত
ইন্টার সার্ভিসেস জনসংযোগ দফতরের তরফ হতে জানান হয়েছে যে, গতকাল ভোরে ঢাকা ক্যান্টনমেন্টে গুলিবিদ্ধ আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত সার্জেন্ট জহুরুল হক রাত ৯-০০ মিঃ কম্বাইন্ড মিলিটারী হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে রাজেউন)। এপিপি এ সংবাদ পরিবেশন করে। পূর্ববর্তী খবরে বলা হয়, আগরতলা ষড়যন্ত্র মামলার আহত অভিযুক্ত ব্যক্তি ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক ও সার্জেন্ট জহুরুল হক গতকাল সকালে প্রহরীদের পরাভূত করে পালাবার চেষ্টা করলে জখম হন। খবরে প্রকাশ, ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক বুকে আঘাত পেয়েছেন। তিনি সম্পূর্ণ বিপদমুক্ত না হলেও সন্তোষজনকভাবে তার অবস্থার উন্নতি ঘটছে। চতুর্থশ ডিভিশনের হেডকোয়ার্টার থেকে পাওয়া এক খবরে জানা গেছে যে, আগরতলা ষড়যন্ত্র মামলার দু’জন অভিযুক্ত গতকাল সকালে প্রহরীদের আঘাত করেন এবং তাদের অস্ত্র কেড়ে নিয়ে পালিয়ে যাবার চেষ্টা চালান। – এপিপি
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯