১৭ বৈশাখ ১৩৭৮ শনিবার ১ মে ১৯৭১
–কলকাতা প্যারেড গ্রাউণ্ডে সিপিয়াই এম আয়োজিত এক বিরাট গণ সমাবেশ হয়। নেতৃবৃন্দ বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম উল্লেখযোগ্য কিছু বলেননি।
–পাকিস্তান তাঁর দাতাদেশগুলোকে আগামী দু’মাশের মধ্যে কোণ কর্জ পরিশোধ করতে পারবে না বলে জানায়। এ কর্জের সুদ হিসাবে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের পাকিস্তানের ৬০ মিলিয়ন ডলার ১ জুন ৭১ থেকে দেয় ছিল। (সংবাদপত্র)
–পাকসেনারা ভাঙ্গা থানায় সদরদী গ্রামের কতিপয় দালাদের সহায়তার নগরকান্দা থানা (ফরিদপুর) চরযশোরদি গ্রামের জনৈক নেপাল সাহার বাড়িতে অগ্নি সংযোগ করে। হিন্দু আশ্রয়দাতা জনৈক বাবু আলী মাতাব্বরের বাড়ি জ্বালিয়ে দেয় এবং নবদ্বীপ কুণ্ড, রামকৃষ্ণ রায়, মাখন বৈরাগী, কল্যাণ রায়, মলিন মাঝি সহ বহু লোককে হত্যা করে। উল্লেখ্য বাবুর আলী মাতাব্বর মানবতার উপর পৈচাশিক নিপীড়ন সইতে না পেরে স্বাভাবিক মৃত্যুবরণ করে। স্থানীয় জনগন তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে।
–বাংলাদেশের অকুতভয় তরুণদের সামরিক প্রশিক্ষণের জন্য ভারতের সামরিক বাহিনী দ্বারা বিহারের চাকুলিয়ার প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করা হয়। উল্লেখ্য এ চাকুলিয়া প্রশিক্ষণ কেন্দ্র থেকে ২০ হাজার মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ লাভ করে।
–মৌলভীবাজারের ব্রজনগর উপজেলার বিখ্যাত গ্রাম পাঁচগাও। বিপ্লবী নেত্রী লীলারায়ের বাসভূমি। এদিন প্রত্যুষ ৫০ জন পাকসেনা ও স্থানীয় দালাল আলাউদ্দিনের (লীল রায় বাস ভবন দখলকারী) নেতৃত্ব গ্রামের ৫৯ জন নারী পুরুষগকে হাত-পা বেঁধে দিঘিতে ফেলে দেয় অসহায়।
Reference:
একাত্তরের দশ মাস – রবীন্দ্রনাথ ত্রিবেদী