দৈনিক পয়গাম
১৯শে ফেব্রুয়ারি ১৯৬৯
মুক্ত নাগরিক হিসাবে শেখ মুজিব যোগ দিতে পারেন?
লাহোর, ১৮ই ফেব্রুয়ারী।— ছয় দফা পন্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজুদ্দিন আহমদ ঢাকা হইতে লাহোর আগমনের পর সাংবাদিকদের নিকট প্রস্তাব দান করেন যে, শেখ মুজিবর রহমান ‘মুক্ত নাগরিক’ হিসাবে সম্মলনে যোগদান করিবেন।
সরকার না ‘ডাক’ নেতৃবৃন্দ তাহাকে এইরূপ আশ্বাস দান করিয়াছেন এই মর্মে প্রশ্ন জিজ্ঞাসা করা হইলে জনাব আহমদ বলেন যে, গত সোমবার জনাব সবুরের বাসভবন হইতে তিনি এই মর্মে টেলিফোন পাইয়াছেন। মৌলবী ফরিদ আহমদ এবং নবাবজাদা নসরুল্লাহ খান সে সময় জনাব সবুরের গৃহে উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের উত্তরে জনাব তাজুদ্দিন বলেন যে, শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া হইলেই তবে তিনি সম্মেলনে যোগদান করিতে আসিবেন।
শেখ মুজিবের অনুপস্থিতিতে তাঁহার দল আলোচনায় অংশ গ্রহণ করিবে কি-না জিজ্ঞাসা করা হইলে জনাব তাজুদ্দিন বলেন, ইহা অসম্ভব। কারণ তিনি আওয়ামী লীগের একমাত্র মনোনীত ব্যক্তি এবং তিনিই তাঁহার সহযোগী অপর ব্যক্তি মনোনীত করিবেন। প্রেসিডেন্টও এই ব্যবস্থা স্বীকার করিয়া লইয়াছেন। -এপিপি।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯