শিরোনাম | সূত্র | তারিখ |
বিভিন্ন সেক্টরে প্রয়োজনীয় ঔষধের তালিকা প্রেরন সম্পর্কে স্বাস্থ্য সচিবের একটি চিঠি | বাংলাদেশ সরকার, স্বাস্থ্য ও জনকল্যাণ বিভাগ | ৭ অক্টোবর, ১৯৭১ |
তাৎক্ষনিক
এখন থেকে দ্রব্যাদি প্রস্তুত এবং নিয়মমাফিক স্বাক্ষর করার দায়িত্ব ভারপ্রাপ্ত মেডিকেল অফিসারের উপর অর্পিত হবে।
সে প্রতিমাসে একটি বিবরণী পেশ করবে তার দ্রব্যাদির সাথে। সেইগুলি আবার সেক্টর কমান্ডার কর্তৃক প্রতিসাক্ষরিত হবে এবং দায়িত্বপ্রাপ্ত হোস্ট কমান্ডারের এর নিকট পেশ করা হবে।
যদি দ্রব্যাদি এবং অন্যান্য ফরমাশ সমুহ ৫ দিনের মাঝে সরবরাহ না করা হয় তবে সেগুলি “ ঔষধ সরবরাহে অক্ষমতা” কারণ দর্শন পূর্বক নিম্নসাক্ষরিত ব্যক্তিবর্গের নিকট প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য পাঠাতে হবে।
এই মর্মে প্রতিটি সেক্টর কমান্ডারকে আমাদের দ্বারা সৃষ্ট এবং ভারতীয় সেনাবাহিনী কর্তৃক সরবরাহকৃত এখনো পর্যন্ত সকল বর্তমান থাকা চিকিৎসাসেবা ব্যবস্থা সম্পর্কে একটি বিস্তারিত বিবরন পেশ করার অনুরোধ জানানো যাচ্ছে।
এই তথ্য গুলি পাওয়ার পরেই ঔষধ এবং অন্যান্য ফরমায়েশ সম্পর্কে ব্যবস্থা নেওয়া হবে।
এই নির্দেশনায় সি-ইন-সিয়ের অনুমতি আছে। এর একটি কপি প্রতিরক্ষা সচিব, সিওএস আগরতলা, এডিএমএস আগরতলা এবং দায়িত্বপ্রাপ্ত ভারতীয় সেনাবাহিনীর সেক্টর কমান্ডারের নিকট পাঠাতে হবে।
Sd/-ড. টি.হোসেন
৭/১০/৭১
সচিব, স্বাস্থ্য ও কল্যানমন্ত্রনালয়
যাদের কাছে কপি টি হস্তান্তর করা হবে :….
1. সচিব, প্রতিরক্ষা বিভাগ
2. সিওএস, আগরতলা
3.এডিএমএস আগরতলা
তথ্য ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য ভারতীয় সেনাবাহিনীর সেক্টর দায়িত্বপ্রাপ্ত কমান্ডারদেরও অবগত করার অনুরোধ জানানো যাচ্ছে।
(ড.এফ এ শেখ)
ঔষধ প্রস্তুত ও সরবরাহের জন্য নিয়োগপ্রাপ্ত
বিশেষ মেডিক্যাল অফিসার
পরিচালক, স্বাস্থ্য ও কল্যান মন্ত্রনালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মুজিবনগর