You dont have javascript enabled! Please enable it! 1971.10.01 | বিভিন্ন যুব শিবিরে অবস্থানকারীদের শীতবস্ত্র সরবরাহ করার জন্য রাষ্ট্রপতির আদেশ | বাংলাদেশ সরকার, রাষ্ট্রপ্রতির কার্যালয় - সংগ্রামের নোটবুক
শিরনাম সূত্র তারিখ
বিভিন্ন যুব শিবিরে অবস্থানকারীদের শীতবস্ত্র সরবরাহ করার জন্য রাষ্ট্রপতির আদেশ বাংলাদেশ সরকার, রাষ্ট্রপ্রতির কার্যালয় ১ অক্টোবর, ১৯৭১

 
রাষ্ট্রপতির কার্যালয়
গোপনীয়
জরুরি
তারিখঃ ১ অক্টোবর, ১৯৭১ খ্রিস্টাব্দ
স্মারক নং- পি.এস.

বরাবর
ভারপ্রাপ্ত মন্ত্রী
ত্রাণ ও পূনর্বাসন মন্ত্রণালয়,
বাংলাদেশ সরকার।
বিযয়ঃ যুদ্ধ শিবিরে অবস্থানরত যুবকদের শীতবস্ত্র প্রদান বিষয়ে।

অল্প কিছুদিনের মধ্যেই শীতকাল শুরু হবে। এখন বিভিন্ন শিবিরে অবস্থানরত যুবকদেরকে শীতবস্ত্র সরবরাহ করা প্রয়োজন। এ প্রসঙ্গে আপনার প্রতি পরামর্শ রইল যে, উপরিল্লিখিত শিবিরসমূহে অবস্থানরত প্রত্যেক যুবককে দুইটি কম্বল (একটি তোষক হিসেবে এবং অন্যটি লেপ হিসেবে ব্যবহারের কন্য) ও একটি করে ফুলহাতা পুলওভার/ জ্যাকেট /চাদর সরবরাহ নিশ্চিত করুন। মেঘালয়, আসাম ও ত্রিপুরার পার্বত্য এলাকায় ১৫, অক্টোবরের মধ্যে এবং পশ্চিমবঙ্গের সমতল এলাকায় ৩০, অক্টোবরের মধ্যে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন করার জন্য পুনরায় অনুরোধ করছি।
বিষয়টি অতীব জরুরি।

(সৈয়দ নজরুল ইসলাম)
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মারক নং- পি,এস, তারিখঃ ১ অক্টোবর, ১৯৭১ খ্রিঃ

অনুলিপিঃ
১/ প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারঃ অবগতির জন্য
২/ মন্ত্রী, অর্য মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারঃ অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য’

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি