You dont have javascript enabled! Please enable it! 1971.09.29 | বেতারে নীতির্নিধারণী বক্তব্য প্রচারের ওপর বিধিনিষেধ সংক্রান্ত বিজ্ঞপ্তি | বাংলাদেশ সরকার, প্রচার ও জনসংযোগ বিভাগ - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
বেতারে নীতির্নিধারণী বক্তব্য প্রচারের ওপর বিধিনিষেধ সংক্রান্ত বিজ্ঞপ্তি বাংলাদেশ সরকার, প্রচার ও জনসংযোগ বিভাগ ২৯ সেপ্টেম্বর , ১৯৭১

 
প্রতিরক্ষ সচিব ও ভারপ্রাপ্ত সচিব,
তথ্য ও প্রচার,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী এটা জানানো যাচ্ছে যে, নিম্ন স্বাক্ষরিত ব্যক্তির আগাম অনুমোদন ছাড়া রেডিও বাংলাদেশে কোনো নীতিনির্ধারণী বক্তব্য সম্প্রচার করা যাবে না।
সংশ্লিষ্ট সবাইকে আরও জানানো যাচ্ছে যে, নিম্ন স্বাক্ষরিতের আগাম নীরিক্ষা ছাড়া রেডিও বাংলাদেশে কোনো পাণ্ডুলিপি সম্প্রচার করা যাবে না।
(এ মান্নান)
ভারপ্রাপ্ত এম.এন.এ
জনসংযোগ, প্রচার,
তথ্য ও সম্প্রচার বিভাগ, বাংলাদেশ সরকার।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

নং: ৪৪, তারিখ: ২৯.৯.১৯৭১
সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, সব প্রাণ্ডুলিপি ও বিবৃতি সম্প্রচারের আগে নীরিক্ষা করে দেখবেন ভারপ্রাপ্ত এমএনএ জনাব এ মান্নান।

পাণ্ডুলিপি সংগহ ও নীরিক্ষা করে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে অনুষ্ঠান আয়োজক জনাব শামসুল হুদা চৌধুরিকে। সব পাণ্ডুলিপি সময়মতো তাঁর কাছে দেওয়ার অনুরোধ জানানো যাচ্ছে যেন সম্প্রচার সূচিতে ব্যাঘাত না ঘটে।

(এ সামাদ)
সচিব তথ্য ও প্রচার বিভাগ
মেমো নং: ৪৪, তারিখ: ২৯.০৯.১৯৭১
অনুলিপি পাবে ভারপ্রান্ত এমএনএ জনাব এ মান্নান। ২৯.০৯.১৯৭১ তারিখে তার চিঠিতে এটার সূত্র আছে।

(এ সামাদ)
সচিব
তথ্য ও প্রচার বিভাগ
_________________