শিরোনাম | সূত্র | তারিখ |
যোদ্ধাদের শীতকালীন বস্ত্র কেনার জন্য অর্থ চেয়ে প্রতিরক্ষা সচিব কতৃক অর্থ সচিবকে লিখিত চিঠি | বাংলাদেশ সরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয় | ২৫ নভেম্বর, ১৯৭১ |
২৫/১১/৭১
প্রতিটি মন্ত্রি পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, সৈন্যদের শীতবস্র কেনার জন্য ২,০০,০০০(দুই লক্ষ) রুপির ব্যাবস্থা রাখার জন্য অনুরোধ জানানো হলো।
চেকটি দয়া করে জনাব এ.সামাদ এর নামে জারি করা হোক।
B-001/176 তারিখ ২৫/১১/৭১
অর্থ সচিব
প্রতিরক্ষা সচিব
………………………