You dont have javascript enabled! Please enable it! 1971.11 | প্রতিরক্ষা সচিব কর্তৃক তথ্য সচিবকে প্রদত্ত রাজাকারদের প্রতি সরকারী নীতি ব্যাখ্যা। | বাংলাদেশ সরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয় - সংগ্রামের নোটবুক
শিরোনাম সুত্র তারিখ
প্রতিরক্ষা সচিব কর্তৃক তথ্য সচিবকে প্রদত্ত রাজাকারদের প্রতি সরকারী নীতি ব্যাখ্যা। বাংলাদেশ সরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয় নভেম্বর ১৯৭১

এম.এ.সামাদ
সচিব প্রতিরক্ষা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
নভেম্বর , ১৯৭১

প্রিয় আনোয়ার উল হক,
রাজাকারদের প্রতি এপর্যন্ত আমাদের অনুসৃত নীতিগুলো নিম্নে যথাযথ বর্ণিত হলো:

ক) বিভিন্ন বেতার প্রোগ্রাম মারফত আত্মসমর্পেনের আবেদন ও পরামর্শ বাইরে প্রচারিত হবে।
খ) রাজাকারদের হতাহত সংক্রান্ত সংবাদগুলি পরিকল্পনায় থাকবে। শুধুমাত্র সে সবই প্রচারিত হবে, যে সব রাজাকারেরা সক্রিয়ভাবে অগ্নিসংযোগ করেছে অথবা পাক-আর্মীকে সহযোগীতা করেছে, ইত্যাদি.. অপরাধ সমুহ সাজাপ্রাপ্ত হইবে।
গ) এমনকি আত্মসমর্পনকৃত রাজাকারদের জন্য “গ্রেফতার” শব্দটি সংবাদ দেবার সময় ব্যবহার করা হবে। এই জন্য প্রযোজ্য যে, আত্মসমর্পণকারি রাজাকারদের পরিবারকে যেন পাক-আর্মীর প্রতিশোধের শিকার হতে না হয়। সেচ্ছায় আত্মসমর্পণকারি রাজাকাদের পরিবারকে সম্ভাব্য যে কোন উপায়ে সুরক্ষা দিতেই “গ্রেফতার” শব্দটি প্রচারে ব্যবহৃত হবে।

২। উপরোক্ত নির্দেশিকা দয়াকরে অনুসরণ করা হোক। . .

সম্মানের সহিত,
আপনারই,

————————