You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সুত্র তারিখ
প্রতিরক্ষা সচিব কর্তৃক তথ্য সচিবকে প্রদত্ত রাজাকারদের প্রতি সরকারী নীতি ব্যাখ্যা। বাংলাদেশ সরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয় নভেম্বর ১৯৭১

এম.এ.সামাদ
সচিব প্রতিরক্ষা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
নভেম্বর , ১৯৭১

প্রিয় আনোয়ার উল হক,
রাজাকারদের প্রতি এপর্যন্ত আমাদের অনুসৃত নীতিগুলো নিম্নে যথাযথ বর্ণিত হলো:

ক) বিভিন্ন বেতার প্রোগ্রাম মারফত আত্মসমর্পেনের আবেদন ও পরামর্শ বাইরে প্রচারিত হবে।
খ) রাজাকারদের হতাহত সংক্রান্ত সংবাদগুলি পরিকল্পনায় থাকবে। শুধুমাত্র সে সবই প্রচারিত হবে, যে সব রাজাকারেরা সক্রিয়ভাবে অগ্নিসংযোগ করেছে অথবা পাক-আর্মীকে সহযোগীতা করেছে, ইত্যাদি.. অপরাধ সমুহ সাজাপ্রাপ্ত হইবে।
গ) এমনকি আত্মসমর্পনকৃত রাজাকারদের জন্য “গ্রেফতার” শব্দটি সংবাদ দেবার সময় ব্যবহার করা হবে। এই জন্য প্রযোজ্য যে, আত্মসমর্পণকারি রাজাকারদের পরিবারকে যেন পাক-আর্মীর প্রতিশোধের শিকার হতে না হয়। সেচ্ছায় আত্মসমর্পণকারি রাজাকাদের পরিবারকে সম্ভাব্য যে কোন উপায়ে সুরক্ষা দিতেই “গ্রেফতার” শব্দটি প্রচারে ব্যবহৃত হবে।

২। উপরোক্ত নির্দেশিকা দয়াকরে অনুসরণ করা হোক। . .

সম্মানের সহিত,
আপনারই,

————————

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!