You dont have javascript enabled! Please enable it! 1971.09.27 | কেবিনেট ডিভিশন কর্তৃক প্রচারিত একটি আন্তঃবিভাগীয় সার্কুলার | বাংলাদেশ সরকার, কেবিনেট ডিভিশন - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
কেবিনেট ডিভিশন কর্তৃক প্রচারিত একটি আন্তঃবিভাগীয় সার্কুলার বাংলাদেশ সরকার, কেবিনেট ডিভিশন সেপ্টেম্বর ২৭, ১৯৭১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
(মন্ত্রীপরিষদ বিভাগ)

প্রতি,
১. পররাষ্ট্র সচিব
২. প্রতিরক্ষা সচিব
৩. অর্থ সচিব
৪. সংসদ সচিব
৫. স্বরাষ্ট্র সচিব
৬. স্বাথ্য সচিব
৭. কৃষি সচিব
মেমো নং : ………(৭)/ক্যাব. তারিখ : ২৭.৯.৭১

আমি আপনাদের মনোযোগ আকর্ষন করছি মন্ত্রীপরিষদ দপ্তর মেমো নং ৩০ (৮)/ ক্যাব. তারিখ ২১.৮.৭১ অনুযায়ী অনুরোধ করা যাচ্ছে যে, আপনাদের নিজ নিজ ন্ত্রনালয়ের / বিভাগের সাপ্তাহিক কার্যক্রমের বিবরণী প্রধান্মন্ত্রী বরাবর জমা দেওয়ার জন্য । এই তালিকা প্রতি সোমবার প্রধানমন্ত্রীর সাথে সচিবদের সাপ্তাহিক টিং এর পূর্বেই জমা দিতে হবে।

(এইচ টি ইমাম)
মন্ত্রীপরিষদ সচিব
২৯.৯.৭১