শিরোনাম | সূত্র | তারিখ |
কেবিনেট ডিভিশন কর্তৃক প্রচারিত একটি আন্তঃবিভাগীয় সার্কুলার | বাংলাদেশ সরকার, কেবিনেট ডিভিশন | সেপ্টেম্বর ২৭, ১৯৭১ |
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
(মন্ত্রীপরিষদ বিভাগ)
প্রতি,
১. পররাষ্ট্র সচিব
২. প্রতিরক্ষা সচিব
৩. অর্থ সচিব
৪. সংসদ সচিব
৫. স্বরাষ্ট্র সচিব
৬. স্বাথ্য সচিব
৭. কৃষি সচিব
মেমো নং : ………(৭)/ক্যাব. তারিখ : ২৭.৯.৭১
আমি আপনাদের মনোযোগ আকর্ষন করছি মন্ত্রীপরিষদ দপ্তর মেমো নং ৩০ (৮)/ ক্যাব. তারিখ ২১.৮.৭১ অনুযায়ী অনুরোধ করা যাচ্ছে যে, আপনাদের নিজ নিজ ন্ত্রনালয়ের / বিভাগের সাপ্তাহিক কার্যক্রমের বিবরণী প্রধান্মন্ত্রী বরাবর জমা দেওয়ার জন্য । এই তালিকা প্রতি সোমবার প্রধানমন্ত্রীর সাথে সচিবদের সাপ্তাহিক টিং এর পূর্বেই জমা দিতে হবে।
(এইচ টি ইমাম)
মন্ত্রীপরিষদ সচিব
২৯.৯.৭১