You dont have javascript enabled! Please enable it! 1971.09.23 | মুক্ত এলাকায় বিভিন্ন সামগ্রী বিতরণ সম্পর্কে পরিকল্পনা সেলে লিখিত চিত্র ও পরিকল্পনা সেলের উত্তর | বাংলাদেশ সরকার, কেবিনেট ডিভিশন - সংগ্রামের নোটবুক
শিরনাম সূত্র তারিখ
মুক্ত এলাকায় বিভিন্ন সামগ্রী বিতরণ সম্পর্কে পরিকল্পনা সেলে লিখিত চিত্র ও পরিকল্পনা সেলের উত্তর বাংলাদেশ সরকার, কেবিনেট ডিভিশন ২৩ সেপ্টেম্বর, ১৯৭১

 

গোপনীয়

সরকার গভীরভাবে চিন্তা-ভাবনা করে বাংলাদেশীর স্বাধীনতা প্রাপ্ত অঞ্চলগুলোর জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পাঠানোর পরিকল্পনা করছে । পরিকল্পনা কমিশন এই উদ্দেশ্যে একটি পরিকল্পনা প্রস্তুত করতে সদয় আছেন । যেসব জিনিসপত্র সরবরাহ করা হবে তার অধিকাংশই খাবার জিনিস, যেমন- চাল, লবন, সরিষার ত্তেল ইত্যাদি এবং কিছু ঔষধ এবং কেরোসিন । এ ধরনের পরিকল্পনার জন্য পরিকল্পনা কমিশন তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে ।

ইহাতে স্বরাষ্ট্র মন্ত্রী সম্মতি দিয়েছেন এবং অনুরোধ করেছেন পরিকল্পনাটি দ্রুত সময়ের মধ্যে প্রস্তুত করতে ।

ইউ ও নং ১৬২(৩)/ ক্যাব তারিখঃ ২৩.৯.৭১
জনাব মোজাফফর আহমেদ (এইচ টি ইমাম)
চেয়ারম্যান, মন্ত্রীপরিষদ সচিব
পরিকল্পনা কমিশন, ২৩.৯.৭১
পি এস সোহরাওয়ার্দি এভিনিউ।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পরিকল্পনা পরিষদ

নং পিবি / ৬৩ / ৪৪ সেপ্টেম্বর ২৮,১৯৭১
জনাব এইচটি ইমাম
মন্ত্রীপরিষদ সচিব,
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

প্রিয় জনাব ইমাম,
ইহা আপনার চিঠি নং ইউ ও ১৬২ (৩)/ ক্যাব তারিখ ২৩.৯.৭১ হইতে নির্দেশিত ।
আমাদের নিম্নের তথ্যগুলোর প্রয়োজন হবেঃ

(ক) স্বাধীনতা প্রাপ্ত এলাকাগুলোর সাথে যোগাযোগব্যবস্থা কতটা নিরাপদ ? এই সমস্ত এলাকাগুলোর ভৌগলিক অবস্থা সহায়ক হবে । স্বাধীনতাপ্রাপ্ত এলাকাগুলোর আনুমানিক সংখ্যা সম্পর্কে ধারণাও সহায়ক হবে।
(খ) কতজন মানুষ এই প্রতিটি স্বাধীনতা অর্জিত এলাকাগুলর সাথে জড়িত ? প্রত্যেকটি স্বাধীনতা অর্জিত এলাকার মানুসের সংখ্যা কত ? এই সমস্ত এলাকার কতজন মানুষ না খেয়ে থাকতে পারে?
(গ) এই সমস্ত এলাকাগুলোতে আমাদের কোনো ঘাঁটি আছে কি ? কিভাবে সেগুলো পরিচালিত হয় ?
(ঘ) এমন কোনো ব্যক্তি আছেন কি যিনি এগুলর দ্বায়িত্ব নেবেন ? এবং যার উপরে আমরা নির্ভর করতে পারি ?
(ঙ) এই জিনিসগুলো কিভাবে বিতরণ করা হবে ? বিনামূল্যে না কি টাকার বিনিময়ে ?

আপনার অনুগত
মোজাফফর আহমেদ চৌধুরী
চেয়ারম্যান
পরিকল্পনা পরিষদ
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।