You dont have javascript enabled! Please enable it! 1971.09.20 | প্রতিরক্ষা মন্ত্রনালয়ের বাজেট সম্পর্কে মন্ত্রী পরিষদের সিদ্ধান্তের অংশ | বাংলাদেশ সরকার, কেবিনেট ডিভিশন - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
প্রতিরক্ষা মন্ত্রনালয়ের বাজেট সম্পর্কে মন্ত্রী পরিষদের সিদ্ধান্তের অংশ বাংলাদেশ সরকার, কেবিনেট ডিভিশন ২০ সেপ্টেম্বর, ১৯৭১

 
গোপনীয়

২০ সেপ্টেম্বর, ১৯৭১ তারিখে অনুষ্ঠিত মন্ত্রীপরিষদের সভার কার্যবিবরণির উল্লেখযোগ্য অংশ
* * * *
আলোচ্য সূচি নং: ০৬… প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাজেট
* * * *

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাজেট নিয়ে আলোচনার সময়,
আমাদের যুদ্ধরত সশস্ত্র বাহিনী ও যুব শিবিরের শিক্ষানবিসদের শীতবস্ত্রের তীব্র সঙ্কটের ব্যাপারটি গুরুত্ব দিয়ে বিবেচিত হয়েছে। মন্ত্রীপরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে, যুদ্ধরত সশস্ত্র বাহিনী ও যুবশিবিরের শিক্ষানবিসদের প্রয়োজন মোতাবেক কম্বলসহ শীত বস্ত্র সংগ্রহের একটি চাহিদা পত্র তৈরি করবেন প্রতিরক্ষা সচিব।
এসডি/
ভারপ্রা্প্ত প্রেসিডেন্ট
মেমোনং…… তারিখ: ২৭ সেপ্টেম্বর, ১৯৭১
প্রতি, সচিব, প্রতিরক্ষা (এইচ. টি. ইমাম)
মন্ত্রীপরিষদ সচিব
২৭.০৯.১৯৭১