দৈনিক পয়গাম
১৬ই ফেব্রুয়ারি ১৯৬৯
জনাব মোর্শেদের বিবৃতি : শেখ মুজিবের মামলা প্রত্যাহার দাবী
ঢাকা, ১৫ই ফেব্রুয়ারী।— পূর্ব পাকিস্তান হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জনাব এস, এম, মোর্শেদ শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে আনীত মামলা অবিলম্বে প্রত্যাহার করার দাবী জানাইয়াছেন।
জনাব মোর্শেদ অদ্য এখানে এক বিবৃতিতে বলেন যে, জনাব ওয়ালী খান এবং জনাব জুলফিকার আলী ভুট্টোর মুক্তির সংবাদে তিনি আনন্দিত হইয়াছেন; কিন্তু শেখ মুজিবর রহমান এবং আবদুস সামাদ আচকজাই এখনও আটক রহিয়াছেন। তিনি বলেন যে, শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে আনীত মামলা অবিলম্বে প্রত্যাহার করা উচিত।
তিনি আরও বলেন যে, আলোচনার জন্য শান্তিপূর্ণ আবহাওয়া সৃষ্টির উদ্দেশ্যে অবিলম্বে লাঠিচার্জ ও গুলীবর্ষণসহ সকল প্রকার নির্যাতনমূলক ব্যবস্থা বন্ধ করা উচিত। তিনি গণতান্ত্রিক সংগ্রাম কমিটি এবং ছাত্রদের দাবীর প্রতিও সমর্থন জ্ঞাপন করেন।
জনাব মোর্শেদ বলেন যে, অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠিত হইলে উহাতে অবশ্যই শেখ মুজিবর রহমান, ওয়ালী খান এবং জনাব ভুট্টো ও অন্যান্যদের প্রতিনিধিসহ প্রধান প্রধান সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করিতে হইবে।
তিনি পশ্চিম পাকিস্তানে ব্যাপক সফরের পর শুক্রবার এখানে পৌঁছেন। তিনি লাহোরের ‘চাত্তান’ পত্রিকা পুনঃ প্রকাশকে অভিনন্দন করেন। -এপিপি।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯