You dont have javascript enabled! Please enable it!
        শিরোনাম                সূত্র            তারিখ
মুক্তিবাহিনীর প্রচার সম্পর্কে প্রতিরক্ষা সচিবের একটি চিঠি বাংলাদেশ সরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয় ১৬ সেপ্টেম্বর, ১৯৭১

 

 
প্রতিরক্ষা মন্ত্রানালয়
১৬/৯/৭১

আমি মনে করি যুদ্ধরত মুক্তি বাহিনীর ছবি বা পূর্ব পাকিস্তানের বন্দি সেনাদের ছবি সংবলিত ছোট পুস্তিকা/প্রচারপত্র ইত্যাদি বাংলাদেশে অবস্থিত মানুষের উদ্যম এবং আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি করবে। প্রেস এবং প্রচার বিভাগকে সবিনিয়ে অনুরোধ করবো এমন উপকরণ তৈরির লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। এমন প্রচারপত্র যদি এর মধ্যে তৈরি হয়ে থাকে, তবে তার অনুলিপি যেন আমাদের দেওয়া হয়।

জনাব এ. মান্নান, এম.এন.এ (এ.সামাদ),
২১/এ, বালু হাক্কাক লেন, নিরাপত্তা সচিব
পার্ক সার্কাস, ক্যাল-১৭.