শিরোনাম | সূত্র | তারিখ |
রাজস্ব আদায় সম্পর্কে অর্থ সচিবের একটি মেমো | বাংলাদেশ সরকার, অর্থ মন্ত্রণালয় | ১৩ সেপ্টেম্বর, ১৯৭১ |
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ, ব্যবসা ও বাণিজ্য মন্ত্রণালয়
স্মারকলিপি নং……………, তারিখ ১৩.৯.৭১
নিম্নস্বাক্ষরিত ইচ্ছাগুলো যে রাজস্ব আদায় পরিকল্পনা সঠিকভাবে ও তাৎক্ষণিকভাবে বাস্তবায়িত করতে হবে। উক্ত উদ্দেশ্যে নিম্নলিখিত কর্মকর্তাগণকে তাদের নামের বিপরীতে উল্লেখিত বিভিন্ন জোনে নিয়োজিত করা হলো।
তাদের সহায়তার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক ধার্য রাজস্ব আদায় পরিকল্পনার সাধারণ নির্দেশাবলী এবং খাজনা ও শুল্কের হারের অনুলিপি ইহার সাথে সংযুক্ত করা হলো।
কর্মকর্তাদের নাম। কর্মক্ষেত্র
১. জনাব মো. মতিউর রহমান, কোচবিহার, তুরা এবং দেভকি জোনের অধীনে সমগ্র বিমুক্ত এলাকা।
স্টাফ অফিসার,
অর্থ বিভাগ।
২. জনাব সামসুদ্দিন হায়দার, বারাসাত, কৃষ্ণনগর, এবং বালুরঘাট জোনের অধীনে সমগ্র বিমুক্ত এলাকা।
করারোপণ কর্মকর্তা,
অর্থ বিভাগ।
৩. জনাব মো. ইদ্রিস আলী, সাবরাম,ধর্মনগর, এবং আগরতলা জোনের অধীনে সমগ্র বিমুক্ত এলাকা।
স্টাফ অফিসার,
ব্যবসা-বাণিজ্য।
(কে. এ. জামান
সচিব
অর্থবিভাগ
স্মারকলিপি নং. ব্যব/২/৭১/১৮৩ (৭) তারিখ ১৩.৯.৭১
অনুলিপি প্রাপক: – (১) সচিব, সাধারণ প্রশাসন বিভাগ।
(২) অর্থসচিব হতে অর্থমন্ত্রী।
(৩) জনাব মো. মতিউর রহমান, স্টাফ অফিসার, অর্থ।
(৪) জনাব সামসুদ্দিন হায়দার, করারোপণ কর্মকর্তা, অর্থ।
(৫) জনাব মো. ইদ্রিস আলী, স্টাফ অফিসার, ব্যবসা-বাণিজ্য।
(৬) কোষাগার কর্মকর্তা, অর্থ।
(৭) জোনাল প্রশাসনিক কর্মকর্তা।
– তথ্য এবং প্রয়োজনীয় প্রক্রিয়া গ্রহণের জন্য।
(কে. এ. জামান)
সচিব
অর্থবিভাগ