You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সূত্র তারিখ
রেভিনিউ স্ট্যাম্প ব্যবহার সংক্রান্ত নির্দেশাবলী বাংলাদেশ সরকার , অর্থ মন্ত্রনালয় ৪ সেপ্টেম্বর, ১৯৭১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তারিখঃ ৪/০৯/১৯৭১

আদেশ

অতঃপর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, সর্বনিম্ন ২০ রুপির সকল সর্বশেষ প্রাপ্ত ভাউচারের উপর রাজস্ব স্ট্যাম্প সংযুক্ত করতে হবে। নির্ধারিত মূল্যের তালিকা নিম্নে লিখিত হইল

রাজস্ব স্ট্যাম্প
১ লেনদেন রুপি ২০/- থেকে ৪৯.৯৯ রুপি ০.৫০
২ লেনদেন রুপি ৫০/- থেকে ৯৯.৯৯ রুপি ১.০০
৩ লেনদেন রুপি ১০০/- এবং এর উপর রুপি ১.০০
প্রত্যেক ১০০ রুপির জন্য এবং উহার ভগ্নাংশ।

সংযুক্ত রাজস্ব স্ট্যাম্পের দায়িত্ব থাকবে গ্রহণকারীর উপর, এবং সেইই সকল খরচের দায়ভার বহন করবে।।

যখন রাজস্ব স্ট্যাম্প সরকার দ্বারা সরবরাহ করা হবে তখন এই রাজস্ব পরিশোধ কর্মকর্তা দ্বারা নগদ টাকায় নিতে হবে যে কিনা এই লেনদেনের বিষয়গুলো অনুমোদন করবে তার সাক্ষরের মাধ্যমে।

সেই সাথে পরিশোধ কর্মকর্তার দায়িত্ব হবে সংযুক্ত স্ট্যাম্প থেকে সংগ্রহীত আয়ের হিসাব রক্ষণ করা। প্রত্যেক মাসের শেষে সে অর্থ সম্পাদককে অবহিত করে এই সকল প্রাপ্ত অর্থ বাংলাদেশ সরকারের কোষাগারে জমা দিবে। এই আদেশ বাস্তবায়িত হবে আজ ৪ সেপ্টেম্বর ১৯৭১ দিনের শুরু থেকে। সম্পাদক, অর্থ মন্ত্রণালয় দয়া করে বৈদেশিক কর্মকর্তাসহ সকল দায়িত্ববান কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে অবহিত করবে, এবং সকল অনিয়ম এড়ানো নিশ্চিত করবে।

এসডি/-এম. মনসুর আলী অর্থমন্ত্রী।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!