শিরোনাম | সূত্র | তারিখ |
যুব ক্যাম্পে ত্রৈমাসিক ব্যয় বরাদ্দের হিসাব | বাংলাদেশ সরকার যুব ক্যাম্প প্রধান কার্যালয় | ১লা সেপ্টেম্বর, ১৯৭১ |
তিন মাসের জন্য যুব ক্যাম্পের পরিচালকের দপ্তর এর জন্য বাজেট এর হিসাব
০১.০৯.১৯৭১ হতে অগ্রসার
(ক) আবর্তক :
১) ১ম শ্রেণীর কর্মকর্তাদের বেতন: রূপি ৯০০০.০০
৬ জন পরিচালক @ রূপি ৫০০ x ৬ x ৩ রূপি ১৯৫০০.০০
১৩ জন ডেপুটি পরিচালক @ রূপি ৫০০ x ১৩ x ৩
২) ২য় শ্রেণীর কর্মকর্তাদের বেতন: রূপি ১৬৮০০.০০
১৪ জন স্টাফ কর্মকর্তা @ রূপি ৪০০ x ১৪ x ৩
৩) ৩য় শ্রেণীর স্টাফদের বেতন: রূপি ২৭০০০.০০
৩০ জন ৩য় শ্রেণীর স্টাফ @ রূপি ৩০০ x ৩০ x ৩
৪) ৪র্থ শ্রেণীর স্টাফদের বেতন: রূপি ৯০০০.০০
২০ জন ৪র্থ শ্রেণীর স্টাফ @ রূপি ১৫০ x ২০ x ৩
রূপি ৮১৩০০.০০
খ) টি.এ ও ডি.এ (এল.এস) রূপি ৮২০০০.০০
গ) স্টেশনারি @ রূপি ৫০০০ পিএম x ৩ রূপি ১৫০০০.০০
ঘ) দৈবঘটনা @রূপি ২০০০ পিএম x ৩ রূপি ৬০০০.০০
মোট রূপি ১৮৪৩০০.০০
ঙ) অনাবর্তক রূপি ২০০০০.০০
১) ফার্নিচার রূপি ৫২০০০.০০
২) ২০ পদের লেখক রূপি ৩০০০.০০
৩) অফিস ফিটিং রূপি ৩০০০.০০
৪) সাইক্লোস্টাইল মেশিন রূপি ৭৮০০০.০০
চ) অফিসের আবাসনের জন্য
হে/কো @ ২০০০ পিএম x ৩ রূপি ৬০০০.০০
আবাসিক আবাসন রূপি ১৬৫০০.০০
রূপি ২২৫০০.০০
ছ) পরিবহণ খরচঃ
১) ৮ নম্বর জিপের খরচ @ প্রতিটা ২৫০০০ x ৮ রূপি ২০০০০.০০
২) রক্ষণাবেক্ষণ খরচ রূপি ২০ পিএম x ১০ x ৩ রূপি ৬০০.০০
৩) পি.ও.এলখরচ ১০ নম্বরের জন্য
রূপি ৫০০ x ১০ x ৩ রূপি ১৫০০০.০০
৪) মি. ব্যয় রূপি ১২৫১০.০০
সর্বমোট আবর্তক এবং অ আবর্তক ব্যয় রূপি ৫১২৯১০.০০
স্বাক্ষরিত/-
এস.আর. মির্জা
পরিচালক. হেডকোয়ার্টার, ইয়ুথ ক্যাম্প
সচিবের দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৩ মাসের প্রাক্কলিত বাজেট
(কার্যকরণের তারিখ- ১.৯.৭১)
১.৯.৭১ থেকে ৩১.১১.৭১ পর্যন্ত ৩ মাস সময়কালের জন্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক ইয়ুথ ক্যাম্পের খরচ সহ সর্বমোট ৫,৮৬,৩৭০ রুপি প্রাক্কলিত ব্যয় বিবেচনা করা হয়েছে।
এই বাজেটের একটি অংশ (অংশ-১) প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অন্য অংশটি(অংশ-২) ইয়ুথ ক্যাম্পের খরচ হিসেবে বিবেচ্য।
উল্লেখিত সময়কালের জন্য অংশের ভিত্তিতে সর্বমোট আবর্তক এবং অনাবর্তক খরচের পরিমাণ নিম্নরুপঃ
মন্ত্রণালয় বাবদ (অংশ-১) আবর্তক ৩৩,৩০০ রুপি
অনাবর্তক ৪০,১৬০ রুপি
মোট ৭৩,৪৬০ রুপি
ইয়ুথ ক্যাম্প (অংশ-২) আবর্তক ১,৮৪,৩০০ রুপি
অনাবর্তক ৩,২৮,৬১০ রুপি
মোট ৫,১২,৯১০ রুপি
মুখ্য খরচ (অংশ-১)
১) প্রশাসনিক খরচ ২৮,৫০০ রুপি
২) অফিস সরঞ্জাম এবং ষ্টেশনারী ১৮,৮৬০ রুপি
৩) অন্যান্য সম্ভাব্য খরচাদি ২৬,১০০ রুপি
1. আইটেম: খরচা মাসের জন্য। তিন মাসের খরচা পরিশিষ্ট ৩ ———————————————————————- 1. দৈনিক সংবাদপত্র (বাংলা ও ইংরেজি) Rs 200. Rs. 600 সাপ্তাহিক কাগজপত্র & জার্নাল (ভারতীয় ও বিদেশী). ত্রৈমাসিক ও মাসিক জার্নাল ইত্যাদির সাবস্ক্রিপশন চার্জ 2. প্রচারপত্র মুদ্রণ, প্রোপাগান্ডা জন্য. Rs 200. . Rs 6000 উদ্দেশ্য 3. অন্যান্য সাপেক্ষ ব্যয় Rs 6500. Rs 19500 ________________________________________________ Rs. 26100
পরিশিষ্ট- (সিরিয়াল নম্বর-পোস্টের নাম-নাম্বার-পে-এক মাসের জন্য পে-তিন মাসের জন্য পে-মন্তব্য) ১-সম্পাদক-১ ২-Dy. সম্পাদক-২ ৩-অধীনস্থ সম্পাদক-৩ ৪-প্রচার অধ্যাপক-১ ৫-স্টাফ অফিসার-৪ ৬-শ্রুতিলেখক-৩ ৭-হিসাবরক্ষক-১ ৮-অফিস সহকারী.-৩ ৯-পিয়ন-৪ ১০-অফিসার দের ভ্রমন ভাতা টাকা.2000/ পে Rs .500.00 রুপি Rs 500/00 Rs 500/00 Rs 400/00। ( পে) Rs 350/00 Rs 300/00 Rs 250/00 Rs 300/00 Rs 150/00) – এক মাসের জন্য পে Rs 500/00 Rs 1,000 / 00 Rs 1500/00 RS 400/00 Rs 1,400 / 00। (এক মাসের জন্য) Rs 900/00 Rs 250/00 Rs 900/00 Rs 600/00 Rs 2,000 / 00) তিন মাসের জন্য পে Rs 1,500 / 00 Rs3000/00 . Rs4,500 / 00 Rs1,200 / 00 (পে, তিন পাসের জন্য) Rs4,2 00/00 Rs2,700 / 00 Rs750/00 Rs2,700 / 00 Rs 1.8 00/00) 6,000 / – 28,350 / 00 28.500 / 00
১) নিয়ন্ত্রণ বিভাগ, যুব শিবির
২) চেয়ারম্যান/সচিব
৩) পরিচালক, প্রধান কার্যালয়, যুব শিবির স্টাফ অফিসার ১জন প্রশাসন, ১জন অর্থ, ৬জন মাঠকর্মী
৪) পরিচালক, পশ্চিম/দক্ষিণ জোন-১ (মালদা, পশ্চিম দিনাজপুর, জলপাইগুড়ি এবং কুচবিহার)
(২৪ পরগনা, নদীয়া এবং মুর্শিদাবাদ)
৫) পরিচালক, পশ্চিম/দক্ষিণ জোন-২ (আসাম-মেঘালয়)
৬) পরিচালক, উওর/দক্ষিণ (ত্রিপুরা)
৭) পরিচালক, পূর্ব/ দক্ষিণ-১ (ত্রিপুরা)
৮) পরিচালক, ই/এস-২ (প্রধান কার্যালয়,, যুব শিবির পরিচালকের অধীন)
৯) পরিচালক (প্রধান কার্যালয়,) প্রশিক্ষন ঐ
১০) পরিচালক (প্রধান কার্যালয়,) সরবরাহ ঐ
১১) পরিচালক, ২৪ পরগনা ঐ
১২) পরিচালক, নদীয়া পশ্চিম/দক্ষিণ জোন-২ পরিচালকের অধীন
১৩) পরিচালক, মুর্শিদাবাদ ঐ
১৪) পরিচালক, মালদা ঐ
১৫) পরিচালক, পশ্চিম দিনাজপুর পশ্চিম/দক্ষিণ পরিচালকের অধীন
১৬) পরিচালক, কুচবিহার ঐ
১৭) পরিচালক,কেএইচ ও জে হিলস ঐ
১৮) পরিচালক, গারো পাহাড় উত্তরাঞ্চল পরিচালকের অধীন
১৯) পরিচালক, করিমগঞ্জ ঐ
২০) পরিচালক, আগরতলা পূর্বাঞ্চল-১ ও ২ পরিচালকের অধীন
২১) পরিচালক, সাব্রুম ঐ
এসডি/- এস.আর. মির্জা, পরিচালক।
প্রধান কার্যালয়,, যুব শিবির
একত্রীকৃত বাজেট, যুব ক্যাম্প অধিদপ্তর,সময়কাল ৩ মাস। ১ সেপ্টেম্বর ১৯৭১ থেকে রিকারিং (Recurring) A Rs 81300/00 B Rs 8200/00 C Rs 15000/00 D Rs 6000/00 মোট- Rs 184300/00 নট রিকারিং (Not Recurring) E Rs 78000/00 F Rs 22000/00 G Rs 215600/00 H Rs 12510/00 ————————- Rs 3,28,610 / 00 মোট রিকারিং এবং নন রিকারিং খরচ Rs 5.12.910 রুপিতে পাঁচ লাখ বারো হাজার ন’শো দশ ুমাত্র. স্বাঃ / – এস আর মির্জা পরিচালক, H/ Q- s. ইয়ুথ ক্যাম্প