You dont have javascript enabled! Please enable it! 1971.08.16 | কেবিনেট সচিব কর্তৃক বাংলাদেশে দখলীকৃত এলাকা হতে আনীত অর্থ ও সম্পদের সদ্ব্যবহার সম্পর্কে কমিশন নিয়োগের নির্দেশ | বাংলাদেশ সরকার, কেবিনেট ডিভিশন - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
কেবিনেট সচিব কর্তৃক বাংলাদেশে দখলীকৃত এলাকা হতে আনীত অর্থ ও সম্পদের সদ্ব্যবহার সম্পর্কে কমিশন নিয়োগের নির্দেশ বাংলাদেশ সরকার, কেবিনেট ডিভিশন ১৬ আগষ্ট, ১৯৭১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশ

তারিখঃ ১৬ আগষ্ট,১৯৭১
দখলীকৃত এলাকা হতে মুদ্রা ও অন্যান্য সম্পদ আনয়ন এবং আনীত সম্পদের সদ্ব্যবহারের পরামর্শ চেয়ে সরকার কর্তৃক কয়েকজন লোকের সমষ্টিতে একটি দল নিয়োগ করা হয়েছে
কমিশন যাদের নিয়ে গঠিত হবেঃ
১) জনাব এ হান্নান চৌধুরী সভাপতি

২)জনাব জে জি ভৌমিক সদস্য
৩)জনাব এস বড়ুয়া সদস্য সচিব

কমিশনের শর্তাবলী সমূহ নিম্নরূপঃ
ক)নিরাপদ এলাকায় সকল সম্পদ হস্তাহন্তের যাবতীয় সমস্যা সম্পর্কে তদন্ত করতে হবে।
খ)দখলীকৃত এলাকা হতে আনীত মোট মুদ্রা ও সকল সম্পদের বিস্তারিত প্রতিবেদন পেশ করতে হবে।
গ)বিররণকৃত সকল সম্পদ ও যাবতীয় অর্থ সরকারের নিকট হস্তান্তর করতে হবে।
এবং
ঘ)দখলীকৃত এলাকা হতে স্থানান্তরিত সকল সম্পদ ,নগদ অর্থ সম্পর্কে জনগনকে জবাবদিহিতা করতে হবে।
যত তাড়াতাড়ি সম্ভব কমিশন তাদের প্রতিবেদনটি কেবিনেটের কাছে জমা দিবে।
এসডি/- এইচ.টি. ইমাম
মন্ত্রীপরিষদ সচিব
রশিদ নং-১৩৫(২৫)/কেবিঃতারিখঃ১৬-৯-৭১
মালদার জেলাপ্রশাসক বিচারক সচিব জনাব হান্নান চৌধুরী কে প্রতিলিপি প্রে্রণ করা হোক।
(এইচ.টি. ইমাম)
মন্ত্রীপরিষদ সচিব