You dont have javascript enabled! Please enable it! 1971.08.21 | বাংলাদেশ সরকারের সাধারণ প্রশাসন বিভাগের একটি নিয়োগপত্র | বাংলাদেশ সরকার, সাধারণ প্রশাসন বিভাগ - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
বাংলাদেশ সরকারের সাধারণ প্রশাসন বিভাগের একটি নিয়োগপত্র বাংলাদেশ সরকার, সাধারণ প্রশাসন বিভাগ ২১ আগষ্ট, ১৯৭১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের

সাধারণ প্রশাসন দপ্তর
নং-জিএ/১১০৫  তারিখ- ২১ আগষ্ট,১৯৭১

নির্দেশ

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক জনাব সনৎ কুমার সাহা কে অধ্যাপনার পাশাপাশি পরিকল্পনা অধিদপ্তরের অর্থনীতিবিদ হিসেবে নিযুক্ত করা হলো।
গণপ্রজাতন্ত্রী বাঙ্গালাদেশ সরকারের পক্ষ হতে
এসডি/-(এম.নুরুল কাদের)
সচিব, জি.এ অধিদপ্তর
রশিদ নং- জিএ/১১০৫ (১০) তারিখঃ ২১-৮-৭১

প্রতিলিপি প্রদান
১)প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনাব সনৎ কুমার সাহা কে যাবতীয় তথ্য প্রেরণ করা হোক।কেবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে ৫০০.০০ টাকা তার মাসিক বেয়ন ধার্য করা হয়েছে।
২)সচিব
৩)সচিব, পরিকল্পনা অধিদপ্তর
৪)সহকারী সচিব,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
(এম.নুরুল কাদের)
সচিব
সাধারণ প্রশাসন বিভাগ