১৫০০ টাকা বেতনের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দীনের বেতন ছিলো মাসে ১৫০০ টাকা। তিনি অক্লান্তভাবে
পরিশ্রম করতে পারতেন। থিয়েটার রােডের একটি
কক্ষে একটি চৌকি, কাঠের স্ট্যান্ডের উপরে
পেরেক দিয়ে আটকানাে সাড়ে তিন টাকা দামের
সাধারণ মশারি, একটি বালিশ,
একটি মাদুর, একটি কাঁথা এবং একটি চাদর
নিয়ে রাতে ঘুমাতেন।
সে ঘুমও মাত্র দু’ঘণ্টার জন্য।
রাত ২টা থেকে ৪টা পর্যন্ত।
বাকি সময়টা তিনি কাজ করতেন।
দুটো শার্ট ছিলো।
এবং নিজের কাপড় নিজে ধুতেন।
References:
তাজউদ্দীন আহমদ আলোকের অনন্তধারা