You dont have javascript enabled! Please enable it!

শিরোনামঃ ভুট্টোর মন্তব্যের পরিপ্রেক্ষিতে
শেখ মুজিবের বক্তব্য
সূত্রঃ দৈনিক ইত্তেফাক
তারিখঃ ১৬, ফেব্রুয়ারী, ১৯৭১

আগুন লইয়া খেলিবেন নাগণতান্ত্রিক রায় নস্যাৎকামীদের প্রতি আওয়ামী লীগ প্রধানের হুশিয়ারীজাতীয় ও প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টিসমূহের যৌথঅধিবেশনে এক নীতিনির্ধারণী ভাষণ দানকালে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুররহমান ফ্যাসিষ্ট পন্থা পরিহার করে গণতন্ত্রসম্মত পদ্ধতিতে সংখ্যাগুরুশাসন মেনে নিয়ে দেশের ঐক্য ও সংগতি বজায় রাখার জন্য সংশ্লিষ্ট মহলেরপ্রতি আহবান জানান।জনগনের কাছে ক্ষমতা হস্তান্তর ব্যবস্থা বানচাল করার উদ্দেশ্যে তৎপর গণতান্ত্রিক রায়নস্যাৎকারীদের প্রতি আগুন লইয়া খেলা হইতে বিরত থাকার জন্য তিনি কঠোরহুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, আমার ও ৬-দফার মোকাবিলার জন্য সমগ্র পশ্চিমপাকিস্তানকে ঐক্যবদ্ধ করার চক্রান্ত চলছে। জনগনের দেয়া অধিকারের বলে৬-দফার ভিত্তিতেই শাসনতন্ত্র রচিত হবে। সাতকোটি বাঙালীদের বুকের উপরমেশিনগান বসিয়েও কেহ ঠেকাতে পারবে না।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!