You dont have javascript enabled! Please enable it!

শরণার্থী ফিরে যাবার পক্ষে উপযােগী সমাধান না হলে ভারত সীমান্ত থেকে সৈন্য সরাবে না
রাজ্যসভা ও লােকসভায় প্রতিরক্ষামন্ত্রীর ঘােষণা

নয়াদিল্লী, ১৫ নভেম্বর (ইউএনআই)– আজ প্রতিরক্ষামন্ত্রী শ্রীজগজীবনরাম রাজ্যসভায় বলেছেন বাংলাদেশ সমস্যার যদি এমন একটা সমাধান হয় যাতে শরণার্থীরা দেশে ফিরে যেতে উৎসাহিত বােধ করবে, কেবল তখনই ভারত সীমান্ত থেকে সৈন্য সরাতে পারে তা না হলে সৈন্য সরানাে হবে না।
রাজ্যসভায় শ্রীকান্ত প্রমুখ কয়েকজন সদস্যের এক দৃষ্টি আকর্ষক প্রস্তাবের জবাব দিতে গিয়ে তিনি আরও বলেন, যদি আমাদের ভূখণ্ডের উপর কোন আক্রমণ হয় তাহলে ভারত তাকে পরাস্ত করতে এবং আক্রমণকারীর ভূখণ্ডে যুদ্ধকে নিয়ে যেতে বদ্ধ পরিকর।

সূত্র: কালান্তর, ১৬.১১.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!