১৭ ভাদ্র ১৩৭৮ শুক্রবার ৩ সেপ্টেম্বর ১৯৭১
-স্বাধীনবাংলা বেতার কেন্দ্র থেকে প্রচার সম্বন্ধীয় নীতি নির্দ্ধারনী সভা প্রতিরক্ষা সচিব জনাব আব্দুস সামাদ (প্রাক্তন সিএসপি) সভাপতিত্বে ৮, থিয়েটার রোডস্থ বাংলাদেশ সরকারের সদর দফতরে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য বাংলাদেশ সরকার প্রতিরক্ষা সচিব জনাব আব্দুস সামাদকে একই সাথে প্রেস, তথ্য, বেতার ও চলচ্চিত্রেরও অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেন।
-যশোর জেলার ধুলিয়ানিঘাট গ্রামে হানাদার সৈন্যরা যখন লুটতরাজ চালাচ্ছিল, মুক্তিযোদ্ধারা তখন সেখানে গিয়ে আক্রমণ করে এবং ৫ জন খানসেনাকে খতম করে।
-খ অঞ্চলের সামরিক আইন প্রশাসক ১৯৮ জন এম, পি একে হাজির হতে বলেছে। (পরিচিত তালিকা পরিশিষ্টে)
-খ অঞ্চলের সামরিক আইন প্রশাসক ৩৩ জন ইপি সি এস অফিসারককে প্রতি হাজির হওয়ার নির্দেশ জারী করেছে।
-ডাঃ এ এম মালিক পূর্ব পাকিস্তানের গভর্নর হলেন। শপথ দিলেন বিচারপতি বি এ সিদ্দিকী লেঃ জেঃ একে নিয়াজী সহ অধ্যাপক গোলাম আযম, আব্দুল কাসেম, ফজলুল কাদের চৌধুরী, খান এ সবুর, শামসুল হুদা, ইউসুফ আলী চৌধুরী, এ এস এম সোলায়ামান, আব্দুল জাব্বার খান, পীর মোহসেনুদ্দীন, আনোয়ারুল হক, হাফিজুদ্দিন, জনাব দোহা, কিউএম রহমান, নওয়াব হাসান আসকারী, এস এম ইস্পাহানী, বিচারপতি আমিন আহমদ, শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। (দৈঃপাঃ)
-গতকাল জামাতে ইসলামী নেতা গোলাম আযম করাচীতে বলেন, সকল বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা এবং তাদের নেতৃবৃন্দকে শান্তি দানের আহবান জানান। তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী), জনাব আতাউর রহমান খানের নেতৃত্বে পরিচালিত ন্যাশনাল লীগ ও ন্যাপের (ওয়ালীগ্রুপ) নাম উল্লেখ করে। (দৈঃ পাঃ)
-৯ সেক্টোরে মেজর এম এ জলিলের নেতৃত্বাধীন ক্যাপ্টেন বেগ এক অসম সাহসী বার বছরের অনুর্দ্ধ ছেলেদের দিয়ে ‘হার্ড কোর অব সার্জেন্ট মেজরের পদে উন্নীত করা হয়। ক্যাপ্টেন বেগ ও তাঁর গড়া এই দশ বছরের সার্জেন্ট মেজর সমীর ভট্টোচার্য তাদের অন্ধকারে পারুলিয়া ব্রীজটা উড়িয়ে দেয়। এই ব্রীজের উপর দিয়েই হানাদার পাকসেনারা তাদের রসদ সম্ভার অস্ত্র শস্ত্র কালিগঞ্জ ও বসন্তপুরে নিয়ে যেত। (১০ খণ্ড পৃঃ ৪৬৬)
-পাকিস্তান জাতীয় লীগের সভাপতি আতাউর রহমান খান ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিলাভ। গত ১৪ জুন ধামরাইস্থ গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
-পিডিপির ভাইস প্রেসিডেন্ট নওয়াবজাদা নসরুল্লাহ খান জাতীয় ও প্রাদেশিক পরিষদগুলোর নির্বাচন বাতিল এবং নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত একটি অন্তবর্তীকালীন জাতীয় সরকার গঠনের আহবান জানান।
-The Daily Telegraph correspondent commented (on Sept.3): “The immediate reason [for Dr, Malik’s appointment] is that virtually no candidates could be found to contest the 79 by elections for the National Assembly….. While general Tikka Khan remained in power. The growing deterioration in the internal security of the country and threats from Bangladesh guerrillas that prospective candidates would be harassed Bengali civil administration barely exists in vast areas of the country.
-পাকিস্তানের অভ্যন্তরীন রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে Keeping’s contemporary Archives, এ জুন থেকে সেপ্টম্বরে ৭১ ঘটনাবলীর মূল্যায়ন করেছে এভাবে; “President Yahya khan of Pakistan announced a number of steps. These included the holding of by-elections to fill sets in the National Assembly and The East Pakistan provincial Assembly won in the general elections by members against whom criminal proceedings had since been initiated.. As a First step in this direction a civilian governor of East Pakistan was appointed on Aug.31 and formed a Ministry on Sept18;” (pp.25953)
Reference:
একাত্তরের দশ মাস – রবীন্দ্রনাথ ত্রিবেদী