শিরোনামঃ প্রেস অর্ডিন্যান্স সম্পর্কে লেখক স্বাধীকার সংরক্ষণ কমিটির বক্তব্য
সুত্রঃ দৈনিক পূর্বদেশ
তারিখঃ ১১ ফেব্রুয়ারী, ১৯৭০
প্রেস অর্ডিন্যান্স বাতিম না হওয়া সাহিত্যিকদের আন্দোলন চলবে
(স্টাফ রিপোর্টার)
গত সোমবার ‘সমকাল’ ভবনে ডঃ আহমদ শরীফের সভাপতিত্তে ‘লেখক স্বাধীকার সংরক্ষণ কমিটির” এক বৈঠক অনুষ্ঠিত হয়।সভায় লেখক স্বাধীকার সংরক্ষণ কমিটির সাংগঠনিক দিক ও কার্যাবলী সম্পর্কে বিস্তৃত আলোচনা করে শিল্প সাহিত্যের এলাকা থেকে সরকারী নির্যাতনমূলক তৎমূলক তৎপরতা বন্ধ না করা পর্যন্ত এবং প্রেস অ্যান্ড পাবলিকেশন্স অর্ডিন্যান্স বাতিল না করা পর্যন্ত এই সংস্থার আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে গতকাল মঙ্গলবার কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।সভায় গৃহীত এক প্রস্তাবে সরকার কর্তৃক গঠিত পর্যালোচনা কমিটিকে স্বীকৃতিদানে অসম্মতিদানে জ্ঞাপন করে বলা হয় যে, সরকারী পৃষ্ঠপোষকতার আওতাভুক্ত কোন কমিটি দ্বারা শিল্প-সাহিত্যের পর্যালোচনার উদ্যোগ, দমনমূলক অশুভ পাঁয়তারার আরেকটি দিক উন্মোচিত করেছে।